আপনি একদিন সংসারী হবেন।
আপনার পাশে প্রায়শই খুঁজে পাওয়া যাবে
কোনো এক নারীকে,
আপনি তাকে হাসিমুখে
সবার সাথে পরিচয় করিয়ে দেবেন ;
সম্বোধন করবেন 'স্ত্রী' বলে।
গোপনে অবশ্য তার
আপনার দেওয়া বিশেষ ডাকনাম থাকবে,
সে নাম হবে খানিকটা গম্ভীর, যথেষ্ট রসাত্মক-
কিংবা বড্ড ন্যাকা ন্যাকা।
সে অপরূপার প্রতি আপনার থাকবে
তীব্র অধিকারবোধ,
সীমাহীন ভালোবাসা আর সচেতন যত্ন।
সারাদিনের ব্যস্ততা শেষে তার বুকই হবে
আপনার শান্তির আশ্রয়স্থল;
তার স্পর্শই হবে আপনার সকল রোগের ওষুধ।
আপনি তার সর্বোচ্চ কাছাকাছি থাকবেন,
পায়ে পায়ে হাঁটবেন;
তাকে দুদন্ড স্থির হয়ে বসতে দেবেন না।
রান্নায় তীব্র মনোযোগী সেই রমণীকে
আপনি হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরবেন,
অসময়ে আদরে ভরিয়ে তুলতে চাইবেন।
আপনি তৃষার্ত ঠোঁট দিয়ে
আলতো করে তার কণ্ঠদেশ ছুঁতে চাইবেন ;
দুজনে মিলে মেতে উঠবেন প্রেমময় খুনসুটিতে।
আপনার ১০৩ ডিগ্রি জ্বরে সে রাত জাগবে,
তার তীব্র মাথাব্যথায় আপনি বিচলিত হবেন।
আপনাদের মাঝে প্রেম থাকবে,
মাখো মাখো একটা ব্যাপার থাকবে;
চুমু যেমনই হোক, শুষ্ক অথবা ভেজা-
মানবে না সময়-অসময়, স্থান কালের বাধা!
আপনার ঘুম না এলে সে
মাথায় হাত বুলিয়ে দেবে,
ক্লান্তি সীমা ছাড়ালে কপালে আঁকবে চুম্বন।
পূর্ণিমা রাতে আপনারা
পাশাপাশি বসে চাঁদ দেখবেন,
দুদিনের অবকাশে একসাথে ছুটে যাবেন
পাহাড়, ঝর্ণা অথবা সমুদ্রের কাছাকাছি।
মাসে একদিন আপনাদের মাঝে হবে
তুমুল ঝগড়া;
ছোটখাটো মনোমালিন্য হবে
সপ্তাহে একদিন বা দুদিন;
বিছানা-বালিশ আলাদা হবে,
প্রত্যক্ষ সম্বোধন বন্ধ থাকবে,
কথা হবে নাম পুরুষে।
কারণে অকারণে তার মিষ্টিমুখ ভার হয়ে যাবে,
অহেতুক সে অভিমানে গাল ফোলাবে,
আর আপনি দায়িত্ব নিয়ে তার মান ভাঙাবেন ;
তার জন্য কবিতা লিখে ফেলবেন,
বেসুরো গলায় গান শোনাবেন,
লাল পাড়ের সাদা শাড়ি অথবা
এক গোছা কাঁচের চুড়ি এনে
তাকে চমকে দেবেন, তার মুখে হাসি ফোটাবেন।
ছাদে হোক বা উঠোনে,
শ্রাবণ মাসের অন্তত একটা দিন
তার হাত ধরে বৃষ্টিতে স্নান করবেন।
তার শাড়িটা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
স্বচ্ছতর হবে,
আপনি মুগ্ধ চোখে উপভোগ করবেন
আপন নারীর সৌন্দর্য,
থমকে যাবেন তার দেহের বাঁকে বাঁকে;
তার কোমড়ের ভাঁজে কিংবা
ভেজা চুলের অন্ধকারে
খুঁজে নেবেন স্বর্গীয় সুখ।
সেই রূপসী হঠাৎ মাঝরাতে আপনার বুকে
মুখ লুকিয়ে কাঁদবে,
আপনাকে হারানোর ভয় অকারণে
তাকে কষ্ট দেবে।
সে যতবার চোখে কাজল মাখবে,
কপালে টিপ পরবে,
আপনি ততবার নতুন করে তার
প্রেমের জালে জড়িয়ে পড়বেন,
বারবার করে প্রেমিক হবেন।
আপনি প্রতিনিয়ত সেই একজন মানুষকেই
ভালোবাসার নতুন কৌশল আবিষ্কার করবেন,
প্রেমের অজানা দিক জানবেন,
খুলবেন বন্ধ দুয়ার।
আড়ালে সে আপনার সারাদিনের পরিহিত
ঘামে ভেজা শার্ট গায়ে জড়িয়ে
নিজেকে আয়নায় দেখবে,
অবর্ণনীয় মায়ায় আপনার শরীরের ঘ্রাণ নেবে।
সে ভীষণ যত্নশীল হবে, মায়াবতী হবে,
সে আপনাকে বেঁধে রাখতে জানবে।
আপনারা হবেন রাজযোটক; লোকে বলবে,
আপনারা পরস্পরের জন্যই তৈরি হয়েছেন।
দেখবেন, আপনাদের ঘর হবে চিরসুখের ঘর।
আপনি একদিন ঘর বাঁধবেন,
এ শহরের কোনো এক কোণে
আপনার ছোট্ট সংসার হবে,
আপনি হবেন তীব্র সংসারী.....
©️মৌরুসি মঞ্জুষা
ছবি: গুগল
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।