Type Here to Get Search Results !

Hollywood Movies

অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর : (লেখক পরিচিতি, পাঠ পরিচিতি)

অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর
অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর
#এইচএসসি প্রস্তুতি


#অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

লেখক-পরিচিতি

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, জননী সারদা দেবী।
.
বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প রচয়িতা এবং ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পি। তাঁর লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর ছোটগল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোল বছর বয়সে ‘ভিখারিনী’ গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড ‘গল্পগুচ্ছে’ সংকলিকত ৯৫টি ছোটগল্প রচনা করেছেন। এর বাহিরেও ‘সে’, ‘গল্পসল্প’ ও ‘লিপিকা’ গ্রন্থে রয়েছে তাঁর আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম ‘মুসলমানীর গল্প’।
.
পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালই রবীন্দ্র্রনাথের ছোটগল্পরচনার স্বর্ণযুগ। ‘সোনার তরী’ কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপনকরে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্রগল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে বিশ শতকের রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তাঁর স্থান সুনির্দিষ্ট।
.
তাঁর রচিত উপন্যাসগুলোর মধ্যে ‘চোখের বালি’, ‘গোরা’, ‘চতুরঙ্গ’, ‘ঘরে-বাহিরে’, ‘শেষের কবিতা’, ‘যোগাযোগ’ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তাঁর রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাট্যগ্রন্থগুলো হলো : ‘রাজা’, ‘অচলায়তন’, ‘ডাকঘর’, ‘মুক্তধারা’, ‘রক্তকরবী’।
.
১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে।


পাঠ-পরিচিতি

‘অপরিচিতা’ প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তম’-এ এবং পরে, ‘গল্পগুচ্ছ’ তৃতীয় খণ্ডে (১৯২৭)।
‘অপরিচিতা’ গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র বীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। ‘অপরিচিতা’ উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত,পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যাঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। ‘অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।

শব্দার্থ
  • ‘এ জীবনটা না দৈরঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে।’-গল্পেরকথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা। পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটি নিতান্তই তুচ্ছ সেকথাই এখানে ব্যক্ত হয়েছে।
  • ফলের মতো গুটি-গুটি এক সময় পূর্ণ ফলে পরিণত হয়। কিন্তু গুটিই যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা।
  • মাকাল ফল-দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শাঁসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। বিশেষ অর্থে গুণহীন।
  • অন্নপূর্ণা-অন্নে পরিপূর্ণা। দেবী দুর্গা।
  • গজানন- গজ আনন যার। গণেশ।
  • ‘আজও আমাকে দেখিলে মনে হইবে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি-দেবী দুর্গার দুই পুত্র; অগ্রজ গণেশ ও অনুজ কার্তিকেয়। মা দরগার কোলে থাকা দেব-সেনাপতি কারতিকেয়কে বোঝানো হয়েছে। ব্যঙ্গার্থে প্রয়োগ।
  • ফল্গু-ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিল নদী। নদীটির ওপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত।
  • ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।’-অনুপম তার মামার চরিত্র-বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছে। সংসারের সমস্ত দায়-দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে।
  • গূণ্ডষ - একমুখ বা এককোষ জল।
  • অন্তঃপুর-অন্দরমহল। ভেতরবাড়ি
  • স্বয়ংবরা-যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। গুড়গুড়ি-আলবোলা।ফরসি। দীর্ঘ নলযুক্ত হুঁকাবিশেষ
  • বাঁধা হুঁকা- সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল-খোলা তৈরি ধূমপানের যন্ত্রবিশেষ।
  • উমেদারি-প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
  • অবকাশের মরুভূমি এক কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।-লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী। মঙ্গলঘট তাঁর প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল।
  • পশ্চিমে-এখানে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। আন্দামান দ্বীপ-ভারতীয় সীমানাভূক্ত বঙ্গোপসাগরের দ্বীপবিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দিদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা অন্দামাসে পাঠানো হতো।
  • কোন্নাগর-কলকাতার নিকটস্থ একটি স্থান।
  • মনু-বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনবিশেষ।
  • মনু-সংহিতা-মনু-প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।
  • প্রজাপতি-জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।
  • পঞ্চশর-মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরনের বাণ।
  • কন্সর্ট-নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।
  • ‘বর্বর কোলাহলের মত্ত হস্তী দ্বারা সংগীতেসরস্বতীর পদ্মবান দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ-বাড়িতে গিয়া উঠিলাম’-অনুপম নিজের বিবাহযাত্রার পরিস্থিতি বর্ণনায় সুরশূন্য বিকট কোলাহলের সঙ্গে সংগীত সরস্বতীর পদ্মবন দলিত হওয়ার তুলনা করেছে।
  • অভিষিক্ত-অভিষেক করা হয়েছে এমন।
  • সওগাদ-উপঢৌকন। ভেট।
  • লোক-বিদায়-পাওনা পরিশোধ, এখানে অনুষ্ঠানের শেষে পাওনাদারদের পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।
  • দেওয়া-থোওয়া-বিয়ের যৌতুক ও আনুসঙ্গিক খরচ বোঝাতে কথাটি বলা হয়েছে।
  • কষ্টিপাথর-যে পাথরে ঘষে সোনার খাঁটিত্বে যাচাই পরীক্ষা করা হয়েছে।
  • মকরমুখো-মকর বা কুমিরের মুখের অনুরূপ।
  • মকরমুখো মোটা একখানা বালা-মকরের মুখাকৃতিযুক্ত হাতে পরিধেয় অলংকারবিশেষ
  •   এয়ারিং-কানের দুল।
  •   দক্ষযজ্ঞ-প্রজাপতি দক্ষ করতৃক অনুষ্ঠিত যজ্ঞ। এ যজ্ঞে পতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে শিব অনুচরসহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর শব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। এখানে প্রলয়কাণ্ড বা হট্টগোল বোঝায়।
  •   রসনচৌকি-শানাই, ঢোল ও কাঁসি-এই তিন বাদ্যযন্ত্র সৃষ্ট ঐকতানবাদন।
  •   অভ্র-এক ধরনের খনিজ ধাতু।
  •   মহানিরবাণ : সব রকমের বন্ধন তেকে মুক্তি
  •   ভ্রের ঝাড়-অভ্রের তৈরি ঝাড়বাতি।
  •   কলি-পুরাণে বর্ণিত শেষ যুগ। কলিযুগ। কলিকাল।
  •  কলি যে চারপোয়া হইয়া আসিল!-কলিকাল পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করল।
  •   পাকযন্ত্র-পাকস্থলী
  •   প্রদোষ-সন্ধ্যা।
  •  একচক্ষু লণ্ঠন-একদিক খোলা তিনদিক ঢাকা বিশেষ ধরনের লণ্ঠন যা রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয়।
  •   মৃদঙ্গ-মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র।
  •  গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল-চলন্ত রেলগাড়ির অবিরাম ধাতব ধ্বনি বোঝানো হয়েছে।
  •   ধুয়া-গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে
  •   জড়িমা-আড়ষ্টতা। জড়ত্ব
  •   মঞ্জরী -কিশলয়যুক্ত কচি ডাল। কুমুল
  •   একপত্তন-একপ্রস্থ।
  •  কানপুর-ভারতের একটি শহর।
  •  তার পরে বুঝিলাম, মরুভূমি আছে।-কল্যাণী যে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেছে, অনুপমের এই আত্মোপলব্ধি এখানে প্রকাশিত।

গুরুত্বপূর্ণ উক্তি:
  •  ঠাট্টা করিতেছেন নাকি উক্তিটি-মামার
  •  হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়-কল্যাণীর বাবার দেওয়া গহনার
  •  দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল- উক্তিটি কল্যাণী সম্পর্কে
  •  কলি যে চারপোয়া হইয়া আসিয়াছে-উক্তিটি বিয়ে ভাঙা সম্পর্কে
  •  বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল- উক্তিটি মামা সম্পর্কিত
  •  মন্দ নয় খাঁটি সোনা বটে-বিনুদার উক্তি কল্যাণী সম্পর্কে
  •  সেই ইতিহাসটুকু আকারে ছোট-অনুপমের জীবনের ইতিহাস
  •  অনুপম এখানে কি করিবে,ও সভায় গিয়া বসুক- উক্তিটি মামার
  •  তলায় সামান্য কিছু আছে-শম্ভু বাবুর বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখনও আছে
  •  আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চশরের কোন বিরোধ নেই-উক্তিটি বিয়ে সম্পর্কে
  •  দেখা হয়,সেই কন্ঠ শুনি যখন সুবিদা পাই, কিছু তার কাজ করিয়া দিই আর মন বলে এই তো জায়গা পাইয়াছি- ভাবনাটি অনুপমের
  •  ওহে,মেয়ে যদি বল একটি খাসা মেয়ে আছে- উক্তিটি হরিশের কল্যাণী সম্পর্কে
  •  ইহা বিলাতি মাল,ইহাতে সোনার ভাগ সামান্যই আছে-এয়ারিং সম্পর্কে স্যাকরার উক্তি
  •  মৃত্যুতে তিনি হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ-উক্তিটি অনুপমের বাবা সম্পর্কে
  •  এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই- কল্যাণী সম্পর্কে অনুপমের মায়ের উপলব্ধি

গুরুত্বপূর্ণ তথ্য:
  •  অনুপমের বাবা উকিল
  • ছুটিতে হরিশ এসেছে কলকাতায়
  •  মেয়ের বয়স পনেরো শুনে মামার মুখ ভার হলো
  •  বিশেষ কাজে মামা একবার কোন্নগর গিয়েছিল
  •  শম্ভুনাথের চেহারা চোখে পড়ার মতো
  •  শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় উকিল
  •  বিয়ে করবে না পণ করেছে কল্যানী
  •  কল্যানীর বাবা পেশায় ডাক্তার
  •  অনুপমের আসল অভিভাবক মামা
  •  মামা সর্বদা নিজেকে চালাক মনে করে
  •  অপরিচিতা গল্পের কথক অনুপম নিজে
  •  গল্পে রসিক মানুষ হরিশ
  •  গল্পের বিশেষ দিক-নারীর ব্যক্তিত্বের জাগরন
  •  অনুপমের শিক্ষাগত যোগ্যতা-এমএ পাস
  •  অনুপমের পিসতুতো ভাই-বিনু
  •  নিতান্ত ভালো মানুষ-অনুপমের শ্বশুর
  •  ভেতরে মা আর বাহিরে মামা -অনুপমের
  •  বিনুদার কথা অত্যন্ত আঁট
  •  শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব
  •  শম্ভু বাবুর বয়স চল্লিশের একটু কম বা বেশি
  •  মামা হরিশকে পেলে ছাড়তে চায় না
  •  শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে মামা গেলেন না
  •  সরস রসনার গুন আছে হরিশের
  •  কল্যানী কানপুর স্টেশনে নেমে গেল
  •  স্টেশনে ক্যামেরা ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে গেল
  •  অনুপম তার ইতিহাস লিখতে চেয়েছে ছোট করে
  •  পন্ডিত মশাই অনুপমকে বলতেন মাকাল ফল
  •  অনুপমের বন্ধুর নাম হরিশ
  •  গল্পে উল্লেখিত দ্বীপ হলো আন্ডামান দ্বীপ
  •  কল্যানীর পিতার নাম শম্ভুনাথ সেন
  •  অনুপমের ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চশরের বিরোধ নেই
  •  প্রকৃতি গত দিক দিয়ে অনুপম ব্যক্তিত্বহীন পুরুষ
  •  অনুপমের মতে,অনুপম সৎপাত্র কন্যার পিতা তা স্বীকার করবেন
  •  তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে গর্ব করেন
  •  মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন
  •  হরিশ কানপুরে কাজ করত
  •  এয়ারিং আনা হয়েছে বিলেত থেকে
  •  বিনুদা চমৎকার কে বলেন চলনসই
  •  আসর জমাতে অদ্বিতীয় হরিশ
  •  মেয়ে যদি বল,তবে-উক্তিটি হরিশের
  •  কন্যাকে আশীর্বাদ করতে গেল বিনুদা
  •  তাহার বিনয়টা অজস্র নয়-শম্ভুনাথের
  •  বাবাজি একবার এদিকে আসতে হয়-উক্তি - শম্ভুনাথের
  •  কল্যানী স্টশন থেকে চানা মুঠ কিনে নেয়
  •  মাতৃ আজ্ঞা বলতে কল্যানী ইঙ্গিত করেছে মাতৃভূমির প্রতি
  •  গজাননের মায়ের নাম অন্নপূর্ণা
  •  অনুপম মামাকে ভাগ্য দেবতা বলে উল্লেখ করেছেন
  •  সুপুরুষ বটে- শম্ভুনাথ
  •  মামার বাহিরের সীমানা কোন্নগর পর্যন্ত
  •  রেল কর্মচারী বেঞ্চে ঝুলিয়ে রেখেছিল দুটি টিকিট
  •  কল্যানী প্লাটফর্মে টিকিট গুলো ফেলে দিল
  •  মামার মতে বেহাই সম্প্রদায়েরর তেজ থাকাটা দোষের
  •  মামার গহনা পরীক্ষার কারনে শ্বশুরেরর সামনে অনুপমের মাথা হেট হয়ে গেল
  •  খাদ নেই বলে একখানা বালা বেঁকে গেল
  •  বরের হাট মহার্ঘ যৌতুকের কারনে
  •  পাত্রীপক্ষের গহনাগুলো মোটা ও ভারী
  •  মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরটা গুরুতর
  •  মামা নিজেকে অসামান্য চতুর মনে করেন
  •  অনুপমের মা হঠাৎ কারো সাথে আলাপ করতে পারে না
  •  আন্ডামান দ্বীপ বঙ্গোপসাগরের অংশবিশেষ
  •  বিবাহের প্রধান অংশ দেনা পাওনা
  •  বিবাহ উপলক্ষে কনে পক্ষকে কলকাতায় আসতে হলো
  •  শম্ভুনাথ বাবু গামছায় বেঁধে গহনা নিয়ে এলো
  •  মাকাল ফল মানে গুণহীন
  •  অনুপমের কাছে গলার স্বর চিরকালই সবচেয়ে বড় সত্য
  •  কলকাতায় এসে হরিশ অনুপমের মন উতলা করে তুলল
  •  অনুপমকে মাস্টার মশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছেন
  •  চোখের পলক পড়ছিল না অনুপমের মায়ের
  •  টাকার প্রতি নেশা মামার অস্হি মজ্জায় জড়িত
  •  গহনাগুলোর মধ্যে একজোড়া এয়ারিং ছিল
  •  হরিশের সর্বত্র খাতির রয়েছে
  •  নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতানকে কন্সার্ট বলে
  •  দুই তিন মিনিট পর গাড়ি এলো
  •  অনুপম কল্যানীকে রজনীগন্ধার মঞ্জুরীর সাথে তুলনা করেছেন
  •  সেকরা দাড়িপাল্লা ও কষ্টিপাথর নিয়ে মেজের উপর বসল।
  •  জায়গা আছে উক্তিটি কল্যানীর
  •  মামা যদি মনু হতেন তাহলে হাবড়ার পুল পার করা একবারে নিষেধ করতেন
  •  গল্পের নায়িকা কল্যানী বুদ্ধিমতী,মেধাবী,শিক্ষিত
  •  এককালে শম্ভুনাথের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল
  •  বিনুদার রুচি ও দক্ষতার উপর অনুপমের ষোল আনা আস্হা রয়েছে
  •  অনুপম নিজেকে অন্নপূর্নার কোলে গজাননের ছোট ভাই রূপে কল্পনা করেছেন
  •  শম্ভুনাথ বাবুর ঠাট্টার সম্পর্কটাকে স্হায়ী করার ইচ্ছে নেই
  •  ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম ফল্গু
  •  গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যানী
  •  বাপের বড়ো আদরের মেয়ে কল্যানী
  •  মামা প্রতিজ্ঞা করেছেন কারো কাছে ঠকবেন না
  •  অনুপমের বিয়ে ভেঙে যায় মামার হীন ব্যবহারের কারনে
  •  মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছেন কল্যানীর সাথে দেখা করতে
  •  বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্হানকে অনুপম দক্ষযজ্ঞের সাথে তুলনা করেছেন
  •  বিয়ের আসরে মামা অনুপমের সামনে অবস্হান করে মূর্তিমতী মাতৃ আজ্ঞা রূপে
  •  অনুপমের কাছে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের
  •  পরীক্ষা করার জন্য স্যাকরা নিয়েছিলল মকরমুখা বালা
  •  অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে ব্যবহার করতে চান-বাঁধাহুকা
  •  অপরিচিতা গল্পে উল্লেখ আছে-শিমুল,বকুল,রজনীগন্ধা ফুল
  •  বাগধারা-এসপার ওসপার, ধনুক ভাঙা পণ, উপরি পাওনা, হাবড়ার পুল, কোলে কোলে মানুষ
  •  শম্ভুনাথের বন্ধু না থাকলে বিবাহ গোড়াতেই নষ্ট হতো
  •  রেলের কামরার দুটি বেঞ্চ রিজার্ভ করা ইংরেজ জেনারেল সাহেবের জন্য
  •  কল্যানী যাত্রী ছিল সেকেন্ড ক্লাসের
  •  অনুপম যাত্রী ছিল ফার্স্ট ক্লাসের
  •  অনুপম নিজের চোখে পাত্রী দেখার কথা বলতে পারলেন না সাহস নেই বলে
  •  কল্যানীর বাবা বিয়ের তিন দিন আগে অনুপমকে আশীর্বাদ করেন
  •  স্টেশনে কল্যানীকে নিতে এসেছিল-হিন্দুস্তানি চাকর
  •  কল্যানীর নাম শুনে চমকে উঠল-অনুপম ও তার মা
  •  শম্ভুনাথ বাবু বংশমর্যাদা রক্ষায় পশ্চিমে বসবাস শুরু করেন
  •  মামার সঙ্গে মা পাত্রীদের দুরবস্থার কথা ভেবে একযোগে হাসলেন
  •  মামা অনুপমদের সংসারে গর্বের সামগ্রী আশ্চর্য পাকা লোক বলে
  •  বরযাত্রীর বাদ্য বাজনাকে অনুপম অভওহিত করেছেন বর্বর কোলাহল বলে
  •  বিবাহ বাড়িতে প্রবেশ করে মামা খুশি হন নি
  •  অনুপম প্রস্তুত হইয়াছে অন্তঃপুরের শাসন চলার মতো করে
  •  উপরিপাওনা বাগধারাটি গল্পে ব্যবহৃত হয়েছে অধিক লজ্জা অর্থে
  •  অভ্রের ঝাড়গুলো আপনার কর্তব্যের বরাত দিয়েছিল-আকাশের তারার উপর


বহুনির্বাচনী প্রশ্নঃ

 ১. বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি কাকে ছাড়া সম্ভব ছিল না?
 ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
 খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 ২. রবীন্দ্র সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
 ক. প্রকৃতির পটে জীবনকে স্থাপন
 খ. ব্যক্তি আমির উদ্বোধন
 গ. ঈশ্বরের শক্তির প্রকাশ
 ঘ. অধ্যাত্মবাদ উপস্থাপন

 ৩. অনুপম সাতাশ বছরের জীবনটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
 ক. নদীর সঙ্গে খ. সাগরের সঙ্গে
 গ. ফুলের সঙ্গে ঘ. কলির সঙ্গে

 ৪. অনুপম যে ধনী ব্যক্তি এ কথা তাকে কে ভুলতে দেন না?
 ক. বাবা খ. মামা গ. মা ঘ. পিসি

 ৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপম নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
 ক. শ্রীকৃষ্ণ খ. অর্জুন গ. কার্তিক ঘ. গণেশ

 ৬. ‘গণ্ডূষ’ শব্দটি কোন ভাষার অভিধায় দেখা যায়?
 ক. বাংলা খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. প্রাকৃত

 ৭. অনুপমের পৃথিবীতে ভাগ্যদেবতার এজেন্ট কে?
 ক. বাবা খ. মা গ. শ্বশুর ঘ. মামা

 ৮. হরিশ মানুষ হিসেবে কেমন ছিল?
 ক. সদাশয় খ. বন্ধুবত্সল গ. রসিক ঘ. বৈষয়িক

 ৯. বর্তমানে মেয়েদের লক্ষ্মীর মঙ্গলঘটের অবস্থা কী?
 ক. বাড়বাড়ন্ত খ. মোটামুটি
 গ. নিম্নগতিপ্রাপ্ত ঘ. শূন্য বলিলেই হয়

 ১০. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত পশ্চিম জায়গাটি কোথায় বোঝায়?
 ক. পাশ্চাত্য খ. মধ্য এশিয়া
 গ. গঙ্গার পশ্চিম ঘ. পশ্চিম এশিয়া

 ১১. জীবনে একবার বিশেষ কাজে মামা কোন পর্যন্ত গিয়েছিলেন?
 ক. কানপুর খ. জামশেদপুর
 গ. কোন্নগর ঘ. হাজারীবাগ

 ১২. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতা দেখতে কেমন?
 ক. চুল কাঁচা খ. গোঁফ পাকা
 গ. সুপুরুষ ঘ. মধ্যবয়সী পুরুষ

 ১৩. ‘অন্নপূর্ণা’ বলতে কোন দেবীকে বোঝায়?
 ক. লক্ষ্মী খ. সরস্বতী গ. মনসা ঘ. দুর্গা

 ১৪. কাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোলসংলগ্ন শিশু?
 ক. অনুপম খ. হরিশ গ. মামা ঘ. কল্যাণী

 উত্তর
 ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ঘ
 ১৪. ক।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

Top Post Ad

Below Post Ad