মজুদ পণ্যের হিসাব রক্ষণের দুইটি পদ্ধতি রয়েছে। যথাঃ
১. কালান্তিক মজুদ পদ্ধতি (Periodic Inventory System)
২. নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি (Perpetual Inventory System)
১. কালান্তিক মজুদ পদ্ধতিঃ যে পদ্ধতিতে সারা বছর ব্যাপী মজুদ পণ্যের হিসাব না করে বছরান্তে বা কোনো নির্দিষ্ট সময় অন্তে অবিক্রিত পণ্যের মূল্য নিরূপণ করা হয়, তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে।
কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের সময় ক্রয় খাতে খরচ দেখানো হয়।
অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট করা হয় এবং বিক্রয়ের সময় প্রতিটি ক্ষেত্রে বিক্রীত পণ্যের ব্যয় নিরূপণ করা হয়না।
২. নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিঃ যে পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় ও বিক্রয়ের পর মজুদ পণ্যের উদ্ধৃত্ব ও মূল্য নিরূপণ/নির্ণয় করা হয়, তাকে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলে।
এ পদ্ধতিতে প্রতিটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রীত পণ্যের ক্রয় মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়।
পণ্য দ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট না করে মজুদ পণ্য হিসাবকে ডেবিট করা হয় এবং পণ্য বিক্রয়ের সময় বিক্রীত পণ্যের ব্যয় হিসাব ডেবিট ও মজুদ পণ্যের হিসাবকে ডেবিট করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।