|
বাঙালি জাতির উদ্ভব |
ড. মুহাম্মদ হান্নান তাঁর ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, ধর্মীয় তথ্য অনুযায়ী - হযরত নূহ (আঃ) এর মহা প্লাবনের পর বেঁচে যাওয়া ৪০ জোড়া নর-নারীকে বংশ বিস্তার এবং বিশ্বব্যাপী বসতি গড়ার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। নূহ (আঃ) এর পুত্র ‘হাম’ পিতার নির্দেশে এশীয় অঞ্চলে আসেন। ‘হাম’ এর পুত্র ‘হিন্দ’ এর নামানুসারে ‘হিন্দুস্তান’, ‘সিন্ধ’ এর নামানুসারে ‘সিন্ধু’র নামকরণ করা হয়েছিলো বলে ধারণা করা হয়। হিন্দের সন্তান ‘বঙ্গ’ ভারতের পূর্বাঞ্চলে বসতি স্থাপন করে। ‘বঙ্গ’ - এর নামানুসারে এ স্থান “বঙ্গ দেশ” হিসেবে পরিচিত লাভ করে। ‘বঙ্গ’ এর সন্তানরাই “বাঙাল বা বাঙালি” নামে পরিচিত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।