এই যে হাত ধরতে চাইছো,
পারবে তো সারাজীবন ধরে রাখতে?
নাকি অন্য সবার মতো একটুতেই মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাবে?
পাশে থাকবে বলে এতো যে আকুতি করছো,
পারবে কি শেষ পর্যন্ত পাশে থাকতে?
নাকি বিকল্প কাউকে পেয়ে অজুহাত দেখিয়ে ফেলে যাবে?
ভালবাসি বলে সারাক্ষণ যে মাথা ধরাচ্ছো,
পারবে এই ভালবাসা চিরকাল টিকিয়ে রাখতে?
নাকি আগ্রহ ফুরিয়ে গেলে ভালবাসাও একসময় বিলীন হয়ে যাবে?
যদি অন্তিম পর্যন্ত হাত ধরে সাথে থাকতে পারো, ভালবাসা বাঁচিয়ে রাখতে পারো, তবেই জীবনে এসো।
নয়তো অহেতুক এসে মিছেই মায়া বাড়িয়ে লাভ নেই।
এরকম আসা যাওয়া তো অনেক হলো এবার নাহয় এর সমাপ্তি ঘটলো।
- Mahreen mim
📷: Pinterest
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।