Type Here to Get Search Results !

Hollywood Movies

একনজরে টেকনাফ উপজেলা

একনজরে টেকনাফ উপজেলাঃ

ভৌগোলিক অবস্থানঃ ২০°২৩´ থেকে ২১°০৯´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৫´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে টেকনাফ উপজেলার অবস্থান।


টেকনাফ উপজেলা



সীমানাঃ  উত্তরে উখিয়া উপজেলা, পূর্বে নাফ নদ ও মায়ানমার সীমান্ত এবংদক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর
জেলা সদর হতে দূরত্বঃ  ৮২ থেকে ৮৬ কি:মি:

আয়তনঃ  ৩৮৮.৬৮ বর্গ কিলোমিটার

জনসংখ্যাঃ   ২,৬৩,৩৮৯ জন (প্রায়)
পুরুষ-  ১,৩২,৮৫৭ জন (প্রায়)
মহিলা-  ১,৩০,৫৩২ জন (প্রায়)

জনসংখ্যার ঘনত্বঃ  ৬৮০ (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটারঃ  ২,৪৫,৬৪৪ জন
পুরুষ ভোটার- ১,১৭,৫৪০ জন
মহিলা ভোটার-  ১,২৮,১০৪ জন
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হারঃ   ১.৩০%
মোট পরিবারঃ  ৮২,৯৭০ টি

নির্বাচনী এলাকাঃ ২৯৭

গ্রামঃ ১৪৩ টি
মৌজাঃ  ১৩ টি
ইউনিয়নঃ  ০৬ টি
পৌরসভাঃ  ০১ টি
এতিমখানা সরকারীঃ  ০১ টি
এতিমখানা বে-সরকারীঃ  ১৭ টি
মসজিদঃ  ৪৭১ টি
মন্দিরঃ  ২৭ টি
নদ-নদীঃ  ১ টি (নাফ নদী)
হাট-বাজার   ১১ টি
ব্যাংক শাখাঃ  ১০ টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিসঃ ৩৬ টি
টেলিফোন এক্সচেঞ্জঃ ০১ টি

টেকনাফ উপজেলার সর্বোচ্চ পাহাড়ঃ তুনঙ্গানঙ্গা যার স্থানীয় নাম তৈঙ্গার পাহাড়। টেকনাফের বাহারছড়া শীলখালীর পূর্বে অবস্থিত এ পাহাড়টি কক্সবাজার জেলার সর্বোচ্চ পাহাড়। এ পাহাড়ের উচ্চতা ৮৮০ ফুট

প্রশাসনিক এলাকাঃ

১৯৩০ সালে টেকনাফ থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। [২] টেকনাফ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন আছে। সম্পূর্ণ টেকনাফ উপজেলার প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন।

পৌরসভাঃ টেকনাফ পৌরসভা

ইউনিয়নসমূহঃ
  • ১নং হোয়াইক্যং
  •  ২নং হ্নীলা
  •  ৩নং টেকনাফ সদর
  •  ৪নং সাবরাং
  •  ৫নং বাহারছড়া
  •  ৬নং সেন্টমার্টিন

জনসংখ্যার উপাত্তঃ

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টেকনাফ উপজেলার জনসংখ্যা ২,৬৩,৩৮৯ জন। এর মধ্যে পুরুষ ১,৩২,৮৫৭ জন এবং মহিলা ১,৩০,৫৩২ জন। মোট জনসংখ্যার ৯৭.২% মুসলিম, ১.৩% হিন্দু, ১.৪% বৌদ্ধ এবং ০.১% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।

শিক্ষাঃ

টেকনাফ উপজেলার সাক্ষরতার হার ২৪.৪০%। এ উপজেলায় ১টি স্নাতক (পাস) কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় (২টি বালিকা সহ), ৮টি দাখিল মাদ্রাসা (৩টি বালিকা সহ), ৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

হাট-বাজারঃ

টেকনাফ উপজেলায় অনেক হাট-বাজার রয়েছে। এর মধ্যে টেকনাফ বাজার, সিকদারপাড়া বাজার, সাবরাং নোয়াপাড়া বাজার, হ্নীলা বাজার, শাহপরীরদ্বীপ বাজার, শামলাপুর বাজার, টেকনাফ সদর বটতলী বাজার, হোয়াইক্যং বাজার উল্লেখযোগ্য।


দর্শনীয় স্থানঃ  

  • সেন্টমার্টিন দ্বীপ
  • ছেঁড়া দ্বীপ
  • শাহপরীর দ্বীপ
  •  তৈঙ্গা চূড়া
  •  টেকনাফ বন্যপ্রাণ অভয়ারণ্য
  •  সাবরাং ট্যুরিজম পার্ক
  •  টেকনাফ সমুদ্র সৈকত
  • মাথিনের কূপ
  •  বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিঘাট
  • জাহাজপুরা চিরহরিৎ গর্জন বাগান
  •  বড়ডেইল সৈকত
  •  টেকনাফ সমুদ্র সৈকত
  •  কুদুম গুহা
  •  শামলাপুর সৈকত

মুক্তিযুদ্ধের ঘটনাবলীঃ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা টেকনাফে প্রশিক্ষণ গ্রহণ করতেন। টেকনাফ ডাকবাংলোতে পাকবাহিনী তাদের ক্যাম্প স্থাপন করে। রামু, উখিয়া ও টেকনাফ থেকে লোকজন ধরে এনে এখানে নির্যাতন করে হত্যা করা হত। এ ক্যাম্পে ২৫০ জন বাঙালিকে হত্যা করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নঃ নাইট্যংপাড়া বধ্যভূমি।

জনপ্রতিনিধিঃ (২০২০)

★★ সংসদীয় আসনঃ ২৯৭ (কক্সবাজার-৪)
★★ সংসদ সদস্যঃ শাহিনা আক্তার চৌধুরী
(বাংলাদেশ আওয়ামী লীগ)

উপজেলা পরিষদ ও প্রশাসনঃ
★★ উপজেলা চেয়ারম্যানঃ নুরুল আলম
★★ ভাইস চেয়ারম্যানঃ মাওলানা ফেরদৌস আহমেদ জমিরী
★★ মহিলা ভাইস চেয়ারম্যানঃ তাহেরা আক্তার মিলি
★★ উপজেলা নির্বাহী কর্মকর্তাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম
★★ মডেল থানার ওসিঃ প্রদীপ কুমার দাশ

(তথ্যসূত্রঃ ফেইসবুক ও উইকিপিডিয়া )  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad