Type Here to Get Search Results !

Hollywood Movies

বাংলা সাহিত্যের ইতিহাস (প্রাচীন যুগ - মধ্য যুগ - আধুনিক যুগ)



হাই আপু ও ভাইয়ারা
কেমন আছো সবাই??
আজকে আমরা বাংলা সাহিত্যের সম্পর্কে নতুন কিছু তথ্য জানবো।।
আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস ।।
বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা যায় ।
1.প্রাচীন যুগ (৯৫০-১২০০)
2.মধ্যযুগ(১২০১-১৮০০)
3.আধুনিক যুগ (১৮০১-বর্তমান)

*ড.মুহম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উদ্ভব সপ্তম শতকে।
*ডঃ সুনীতিকুমারের মতে বাংলা ভাষার উদ্ভব দশম শতকে।
*১২০১-১৩৫০ খ্রিস্টাব্দের কোন সাহিত্য রচনার প্রমাণ পাওয়া যায় নি বলে এই যুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় ।
*১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ সময়কে বলা হয় বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ।।

***** প্রাচীন যুগ*****

একমাত্র নিদর্শন-চর্যাপদ
চর্যাপদ রচিত হয় পাল আমলে বৌদ্ধ সহজিয়াদের দ্বারা ।এটি একটি গানের সংকলন।
চর্যাপদ রচিত-মাত্রাবৃত্ত ছন্দে
চর্যাপদে প্রবাদ-ছয়টি
ভাষা-সান্ধ্য ভাষা
রচয়িতারা-দ্বাদশ শতাব্দীর
চর্যাপদের আদি কবি-লুইপা
চর্যাপদের বেশি পদ রচয়িতা-কাহ্নপা(১৩ টি পদ)
প্রাচীন কবি- শবরপা
মহিলা কবি-কুক্করীপা
মোট রচয়িতা-২৪ জন।
চর্যাপদ আবিষ্কৃত হয় -১৯০৭ সালে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন। আবিষ্কৃত পদসংখ্যা সাড়ে ৪৬ টি।
মোট পদসংখ্যা-৫১ টি।।

Sadia Islam Mou
Marketing department,DU


মধ্যযুগ::

আদি নিদর্শন:শ্রীকৃষ্ণকীর্তন
রচয়িতা:বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বাকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে এটি উদ্ধার করেন। এটি ১৩টি খন্ডে বিভক্ত।
*বাংলা সনের প্রবর্তক -সম্রাট আকবর
*মধ্যযুগের প্রথম মুসলিম কবি-শাহ মুহম্মদ সগীর
*যুগসন্ধির কবি বলা হয়-ঈশ্বরচন্দ্র গুপ্ত
*আলাওলের শ্রেষ্ঠ রচনা-পদ্মাবতী।এটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সী এর পদুমাবত গ্রন্থ অবলম্বনে রচিত।
*মর্সিয়া শব্দের অর্থ-শোক প্রকাশ।এ সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ
*ভারতচন্দ্র রায়ের উপাধি-রায় গুণাকর
*মুকুন্দরূম চক্রবর্তীর উপাধি-কবিকঙ্কন
*টপ্পা সংগীতের প্রবর্তক -রামনিধি গুপ্ত। ডাকনাম নিধিবাবু।
*"অন্নদামঙ্গল ও সত্যপীরের পাঁচালী" রচয়িতা- ভারতচন্দ্র রায়।
*"মোদের গরব মোদের আশা,আ মরি বাংলা ভাষা" -অতুলপ্রসাদ সেন।
*"যে সব বঙ্গ জন্মে হিংসে বঙ্গবাণী /সে সব কাহার জন্ম নির্নয় ন জানি"-আব্দুল হাকিম "নূরনামা" কাব্য থেকে।
*"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"- ভারতচন্দ্র রায় রচিত 'অন্নদামঙ্গল' কাব্য থেকে উক্তিটি ঈশ্বরী পাটনীর।
*পৃথিবীতে মহাকাব্য -৪টি।(রামায়ণ,মহাভারত, ইলিয়াড,ওডেসি।)
*মহাভারত রচয়িতা -ব্যাসদেব।
অনুবাদক- কাশীরাম দাস।
*রামায়ন রচয়িতা -বাল্মীকি
মহিলা কবি-চন্দ্রাবতী
অনুবাদক- কৃত্তিবাস ওঝা।
*ময়মনসিংহ গীতিকা-এটি ২৩টি বিদেশী ভাষায় মুদ্রিত হয়।ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার গীতিকাব্য।
সংগ্রহ করেন-চন্দ্রকুমার দে
সম্পাদক -ড.দীনেশচন্দ্র সেন।

**বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকাব্য ::
১.মহাশশ্মান-কায়কোবাদ
২.মেঘনাদবধ কাব্য (একমাত্র সার্থক মহাকাব্য) -মাইকেল মধুসূদন দত্ত
৩.স্পেনবিজয়- মুহাম্মদ হামীদ আলী
৪.বৃত্রসংহার -হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৫.পলাশীর যুদ্ধ,কুরুক্ষেত্র, প্রভাস,রৈবতক-নবীনচন্দ্র সেন।

**যা কিছু প্রথম::
১.বাঙালির প্রথম উত্তরাধিকারী বলতে বুঝায়- ভারতীয় পুরান থেকে সাহিত্য বস্তু গ্রহণ
২.বাঙালি রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ -রাজা প্রতাপাদিত্য চরিত্র
৩.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরের দুলাল,রচয়িতা পারীচাঁদ মিত্র(১৮৫৮)
৪.বাংলা গদ্য সাহিত্যেরর প্রথম নিদর্শন-ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। রচয়িতা দোম আন্তনিও।
৫.বাংলা প্রথম সার্থক ট্রাজেডি নাটক-কৃষ্ণকুমারী,মাইকেল মধুসূদন দত্ত(১৮৬১)
৬.প্রথম যতিচিহ্ন ব্যবহার কারী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭.প্রথম চলিতরীতি ব্যবহারকারী-প্রমথ চৌধুরী
৮.উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত-১৪৯৮সালে গোয়ায়
৯.বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।

সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাবি।।



***আধুনিক যুগ***

*বাংলা গদ্যের উন্মেষকাল-(১৮০১-১৮৪৭)
*বাংলা মৌলিক নাটকের সূত্রপাত-১৮৫২ সাল
*বাংলা সাহিত্যের কনিষ্ঠ সন্তান-ছোটগল্প
*কায়কোবাদ রচিত মহাশশ্মান রচিত-পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী
*হুতুম প্যাঁচার নকশা(১৮৬২) গ্রন্থের রচয়িতা-কালীপ্রসন্ন সিংহ
*উইলিয়াম কেরি রচিত গ্রন্থ-কথোপকথন,ইতিহাসমালা
*দক্ষিণারঞ্জন মিত্রের ছদ্মনাম-দৃষ্টিহীন
*দ্বিজেন্দ্রলাল রায় রচিত সার্থক ঐতিহাসিক নাটক-সাজাহান(১৯০৯)
*বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটির রচয়িতা - দীনেশচন্দ্র সেন
*'বেদে' উপন্যাসটির রচয়িতা -অচিন্ত্যকুমার সেনগুপ্ত
* অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রথম কাব্যগ্রন্থ - অমাবস্যা(১৯৩০)
*আবু ইসহাক রচিত উপন্যাস-সূর্যদীঘল বাড়ী, পদ্মার পলিদ্বীপ, জাল
*"আমি কিংবদন্তীর কথা বলছি" রচয়িতা - আবু জাফর ওবায়দুল্লাহ
*সোনালী কাবিন, লোক লোকান্তর,কালের কলস কাব্যগ্রন্হের রচয়িতা - আল মাহমুদ
*"পান কৌড়ির রক্ত" রচয়িতা-আল মাহমুদ
*আগুনের মেয়ে উপন্যাসের রচয়িতা - আল মাহমুদ
*মানচিত্র (১৯৬১) কাব্য গ্রন্থের রচয়িতা - আলাউদ্দিন আল আজাদ
* আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস-"তেইশ নম্বর তৈলচিত্র"(১৯৬০)
*আয়না গল্পগ্রন্থের রচয়িতা -আবুল মানসুর আহমেদ
*বাংলা গদ্যের জনক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
*বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার হয়-উনিশ শতক থেকে
*বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়-৩ ডিসেম্বর, ১৯৫৫
*কবর নাটকের উপজীব্য-১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি
*"চাচা কাহিনী" র লেখক- সৈয়দ মুজতবা আলী
*যে রচনার জন্য ইসমাইল হোসেন সিরাজী কারাবরণ করেন- অনল প্রবাহ
*বিষাদ সিন্ধু রচিত হয়-কারবালার ঘটনাকে কেন্দ্র করে
*দীনবন্ধু মিত্রের প্রহসন -সধবার একাদশী
*পদ্মানদীর মাঝির লেখক ও উপজীব্য- মানিক বন্দ্যোপাধ্যায়। জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ
*"২১ ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক - হাসান হাফিজুর রহমান
*রবীন্দ্রনাথের অপ্রকাশিত গ্রন্থ -শেষ লেখা
*বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়-১৯২১ সালে
*সদ্ভাব কুসুম গ্রন্থটির রচয়িতা -রজনীকান্ত সেন
*দেবকৌতুক নাটকটির রচয়িতা - স্বর্ণকুমারী
*মধুমালতী কাব্যেরর অনুবাদক - দৌলত কাজী,হিন্দি থেকে
*ধূমকেতু পত্রিকার জন্য আশীর্বাদ পাঠিয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
*"হাসুলী বাঁকের উপকথা" উপন্যাসের রচয়িতা - তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়
*"সারেং বৌ"(১৯৬২),"সংশপ্তক"(১৯৬৫) উপন্যাসের রচয়িতা -শহীদুল্লাহ কায়সার
*পথের পাঁচালী রচয়িতা -বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
*সব যুগের সেরা কবি- রবীন্দ্রনাথ ঠাকুর
*রবীন্দ্রনাথেরর একমাত্র রাজনৈতিক উপন্যাস- গোরা
* বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ-বসন্তকুমারী
*যে গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়- নীল দর্পণ, দীনবন্ধু মিত্র
*বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী
* কলকাতায় প্রথম রঙ্গমঞ্জ-১৭৫৩ সালে

সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাবি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad