স্থিরকিস্তি/সরলরৈখিক পদ্ধতিঃ
এই পদ্ধতিতে সম্পত্তির মোট ক্রয়মূল্যকে আয়ুস্কাল দ্বারা ভাগ করিয়া অবচয়ের পরিমান নির্ণয় করা হয়। তবে সম্পত্তির মোট ক্রয়মূল্য হইতে উহার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে এইরূপ অবচয় নির্ণয় করিতে হয়। এই পদ্ধতিতে প্রতি বৎসর একই পরিমান অবচয় বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয় অংশে লিপিবদ্ধ করা হয়। এই জন্যে ইহাকে স্থিরকিস্তি পদ্ধতি বলে। কোন কোন সময় ইহাকে সরলরৈখিক পদ্ধতিও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র নিম্নরূপঃ
অবচয়=
( সম্পত্তির ক্রয়মূল্য–ভগ্নাবশেষ মূল্য)÷আনুমানিক আয়ুস্কাল (বৎসর)
অথবা,
বার্ষিক অবচয় হার= (১০০%÷আনুমানিক আয়ুস্কাল)
এখানে সম্পত্তির মোট ক্রয় মূল্য বলতে বুঝানো হয়েছে সম্পত্তি ক্রয় মূল্য+সংস্থাপন ব্যয়+আমদানি শুল্ক+জাহাজ ভাড়া ইত্যাদির সমষ্টি
উদাহরণস্বরূপ
একটি মেশিন/যন্ত্রপাতি ক্রয়মূল্য ১২৫০০০ টাকা। যাহার মেয়াদ আয়ুস্কাল ১০ বৎসর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০০০ টাকা।
সুতরাং বার্ষিক অবচয় =(১২৫০০০–৫০০০)÷১০
=১২০০০
অথবা,
(১০০%÷৫ বৎসর)=১০%
বার্ষিক অবচয়=
(১২৫০০০–৫০০০)১০%
=১২০০০
ইনশাআল্লাহ্ আগামী পোষ্টে পরবর্তী পদ্ধতি অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতি সূত্র সম্পর্কিত বিষয় উপস্থাপন করবো। ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।