♦ মাসি পিসি ১ম অংশ♦
♦ লেখক পরিচিতি ♦
নাম: মানিক বন্দ্যোপাধ্যায়
জন্ম:১৯০৮ সালের ১৯ মে
জন্মস্থল : বিহারের সাওতাল পরগনার দুমকায়
পৈতৃক নিবাস: ঢাকার বিক্রমপুরে
পিতা : হরিহর বন্দ্যোপাধ্যায়
মাতা: নীরদাসুন্দরী দেবী
পিতৃপ্রদত্ত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ডাকনাম : মানিক
চাকরিজীবন -৩ বছর
প্রথম প্রকাশিত গল্প : অতসীমামী(১৯৩৫)
প্রথম প্রকাশিত উপন্যাস:জননী(১৯৩৫)
উপন্যাস: জননী,দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা,চিহ্ন
ছোটগল্প: প্রাগৈতিহাসিক,সরীসৃপ,সমুদ্রের স্বাদ, টিকটিকি,হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাতজামাই
মোট ৪০ টি উপন্যাস ও ৩০০ ছোটগল্প সৃষ্টি করেছেন
মৃত্যু : ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর
মৃত্যুস্হল : কলকাতা
♦রচনার উৎস♦
*প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়( ১৯৪৬ মার্চ -এপ্রিল)
*দ্বিতীয় সংকলন পরিস্হিতি গল্পগ্রন্থ (১৯৪৬ অক্টোবর
* বর্তমান পাঠ গ্রহন ঐতিহ্য প্রকাশিত মানিক - রচনাবলী পঞ্চম খন্ড থেকে
* স্বামীর নির্মম অত্যাচারের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনী
♦সংখ্যাবাচক তথ্য♦
*সালতি দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জমা হচ্ছে গাদায়
*সালতি থেকে খড় তোলার সময় সালতিতে ২ জন লোক ছিল
*কলেরায় আহ্লাদীর পরিবারের ৩ জন মারা গেছে
*আহ্লাদী ৪ মাসের গর্ভবতী
*কানাইয়ের সাথে গোকুলের ৩ জন পেয়াদা এসেছে
*ডোবার ধারে কাঠাল গাছের নিচে ৩/৪ জন ঘুপটি মেরে বসে আছে
*মাসি ঘর থেকে ১ টি বটি ও পিসি ১টি রামদার মতো কাটারি নিয়ে বের হয়
*মাসি পিসি গলা ছেড়ে ৬ জন প্রতিবেশীর নাম ধরে ডাকে
*আজ দ্বাদশী
*শুল্কপক্ষের একাদশীর উপোস রাখে মাসি পিসি
continue......
sadia islam mou
Department of Marketing
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।