#SaveNShareMyNotesForHsc
#SILSWAStudentForStudent
♢♢♢রেইনকোট♢♢♢
-আখতারুজ্জামান ইলিয়াস
লেখক তাঁর গল্পে মূলত ১৯৭১ সালের
মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা
শ্যালকের রেইনকোট গায়ে
দিয়ে ভীতু নুরুল হুদার মনে যে
সাহস, উষ্ণতা ও দেশপ্রেম
সঞ্চারিত হয়েছে তারই প্রকাশ
ঘটিয়েছেন। আর এই সাহসিকতার
ভাবনা নুরুল হুদাকে এতটাই
আবিষ্ট করে যে, খান সেনাদের
চাবুকের আঘাতকে সে কোনো
গুরুত্বই দিতে পারেনা।
পরিশেষে শ্যালক মুক্তিযোদ্ধা
মিন্টুর রেইনকোটটাই তাকে এক
উচ্চতর বোধে ও উষ্ণতায়
উজ্জীবিত করে।
প্রশ্ন সমূহ:
১. আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম কত সালে?
উত্তর: ১৯৪৩ সালে ১২ই ফেব্রুয়ারি
২. রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি
হওয়ার কথা উল্লেখ আছে?
উত্তর: ভোররাত থেকে
৩. লেখক রাস্তায় বেরুলে ঠোটের উপর
কি রেডি রাখে?
উত্তর: পাঁচ কলমা
৪. লেখক ভয়ে ভয়ে দরজার কপাট পাঁক করতই বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে?
উত্তর: প্রিন্সিপ্যালের পিওন
৫. নরুল হুদাকে পাকিস্তানি হানাদার
বাহিনীরর তলব করার কারণ কী?
উত্তর: মুক্তিযোদ্ধাদের সহযোগী
ভেবে
৬. মিলিটারিদদের ক্যাম্প কোথায়
ছিল?
উত্তর: কলেজের জিমন্যাশিয়ামে
৭. প্রিন্সিপ্যালের পিওনের নাম কি?
উত্তর: ইসহাক মিয়া
৮. ইসহাক বংলা বলা ছেড়ে দিয়েছে
কোন মাস থেকে?
উত্তর: এপ্রিলের শুরু থেকে
৯. পাকিস্তানিদের জন্য সব সময় দোয়া
দরুদ পড়ছে কে?
উত্তর: প্রিন্সিপ্যাল
১০. পাকিস্তানিদের শরিলের কাটা
কোনটি?
উত্তর: বাংলাদেশের শহিদ মিনার
গুলো
১১. পাকিস্তানিদের পাক সাপ
সরিলটাকে নীরোগ করতে হলে কি
করতে হবে?
উত্তর: শহিদ মিনার ধ্বংশ করতে হবে
১২. মিলিটারিরা যেখানে যায় প্রথমে
কামান তাক করছে কোন দিকে?
উত্তর: শহিদ মিনারের দিকে
১৩. বৃষ্টি শুরুর আগে কোনদিক থেকে
গুলির আওয়াজ শুনা গেছে?
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে
১৪. প্রফেসর নরুল হুদার বৌয়ের নাম কি?
উত্তর: আসমা
১৫. মিলিটারি লাগার পর থেকে নুরুল
হুদা কতবার বাড়ি পাল্টিয়েছে?
উত্তর: চার বার
১৬. আব্বু ছোট মামা হয়েছে উক্তিটি
কার ছিলো?
উত্তর: নুরুল হুদার আড়াই বছরের মেয়ে
১৭. নুরুল হুদা রেইনকোট পড়ার পড় কার
মতো লাগছে?
উত্তর: তার শালা মিন্টুর মতো
১৮. উর্দুর প্রফেসরের নাম কি?
উত্তর: আকবর সাজিদ
১৯. কিছুদিন আগে কলেজে কয়টা
আলমারি আনা হয়েছিল?
উত্তর: দশটি
২০. মিসক্রিয়েন্টরা কলেজে কিসের
বেশে ডুকেছিল?
উত্তর: কুলির বেশে
২১. প্রফেসর নুরুল হুদাকে মিলিটারিরা
কিসের সাথে ঝুলিয়ে দিয়েছে?
উত্তর: ছাদে লাগানো আংটার সাথে
২২. মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কী?
উত্তর: দুষ্কৃতকারী
২৩. আখতারুজ্জামান ইলিয়া কত সালে
মৃত্রু বরণ করেন?
উত্তর: ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি
২৪. আখতারুজ্জামান ইলিয়াস কোন
ব্যাধিত আক্রান্ত হয়ে মৃত্রু বরণ
করেন?
উত্তর: ক্যান্সারে।
Md Sohel Chowdhury
Vashantek Govt. College,Dhaka
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।