Type Here to Get Search Results !

Hollywood Movies

Top 25 tips on the way to life.




জীবনের চলার পথে সেরা ২০টি উপদেশঃ
---------------------------------------------
------------
  • [message]
    • উপদেশঃ
      • তোমার চেয়ে দূর্বল কারও পেছনে লাগা বা অপমান করার মানে বীরত্ব নয়, এটা কাপুরুষতার লক্ষণ।

  • [message]
    • উপদেশঃ
      • অন্যের ভালো কাজের প্রশংসা সবার সামনে করো। কিন্তু দোষগুলো গোপণে শুধরে নিতে বলো।

  • [message]
    • উপদেশঃ
      • দাওয়াত খেয়ে খাবার নিয়ে সমালোচনা করোনা। সৃষ্টকর্তা হয়তো তোমার জন্য সেই খাবারটাই বরাদ্ধ রেখেছিলেন।

  • [message]
    • উপদেশঃ
      • কেউ ভুল করলে হাসাহাসি করোনা। কোন একদিন তুমিও অবুঝ ছিলে।

  • [message]
    • উপদেশঃ
      • পরিশ্রম করে জীবনে উন্নতি করো। কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

  • [message]
    • উপদেশঃ
      • কাউকে সাহায্য করে পেছন ফিরে তাকিও না, সে হয়তো লজ্জা পেতে পারে।

  • [message]
    • উপদেশঃ
      • সবসময় দেয়ার চেষ্টা করে। মনে রেখো- দানকারীর হাত সর্বদা উপরেই থাকে।

  • [message]
    • উপদেশঃ
      • এমন কিছু করো না যার জন্য নিজের বিবেকের কাছেই নিজেক অপরাধী মনে হয়।

  • [message]
    • উপদেশঃ
      • হাটার সময় মাটির দিকে তাকিয়ে হাটো। তোমার পায়ের তলায় যেন কোন নীরিহ প্রাণী পিষ্ট না হয়।

  • [message]
    • উপদেশঃ
      • কখনও কাউকে ছোট করে দেখোনা, তাহলে তুমি নিজেই ছোট হয়ে যাবে।

  • [message]
    • উপদেশঃ
      • তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।

  • [message]
    • উপদেশঃ
      • কখনও মায়ের কথায় বউকে অথবা বউয়ের কথায় মাকে বিচারের কাঠগড়ায় দাড় করোনা।

  • [message]
    • উপদেশঃ
      • রাগের মাথায় কোন সিদ্ধান্ত নিওনা। সিদ্ধান্তগুলো সবসমময় ঠান্ডা মাথায় নিতে হয়।

  • [message]
    • উপদেশঃ
      • মনে রেখো, বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।

  • [message]
    • উপদেশঃ
      • শ্বশুর কিংবা শাশুরিকে এতটা সম্মান দিও যা তুমি তোমার স্ত্রীর কাছে প্রত্যাশা করো।

  • [message]
    • উপদেশঃ
      • ছেলে হয়ে জন্মেছো বলে নারীর প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো এড়িয়ে যেওনা।

  • [message]
    • উপদেশঃ
      • বাইক কখনও জোরে চালিও না, তাতে তোমার বুকের কাপুনি না বাড়লেও রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।।

  • [message]
    • উপদেশঃ
      • জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিওনা। বরং জুতোটা নিজ হাতে একবার মুছে দিও।

  • [message]
    • উপদেশঃ
      • কাজের লোককে বুয়া বলে ডেকো না।। মনে রেখো তারাও কারো ভাই, বোন, মা, বাবা। তাদের ভাই্ আপা বা খালা বলে ডেকো।

  • [message]
    • উপদেশঃ
      • উপকারের বিনিময়ে কোনকিছু পাওয়ার আশা করোনা। তাহলে জীবনে সুখী হতে পারবে।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

Top Post Ad

Below Post Ad