♦মাসি পিসি ২য় অংশ♦
♦ উল্লেখযোগ্য উক্তিসমূহ♦
*"মাসি পিসি ফিরেছে কৈলাশ"- উক্তি বুড়ো লোকের
*"ও মাসি ওগো পিসি, রাখো রাখো।খপর আছে শুনে যাও।"-উক্তি কৈলাশ
*"খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার,মোদ্দাকথাটা কি তাই কও"-উক্তি মাসি
*"লোকটা কেমন বদলে গেছে মাসি,সত্যি কথা পিসি, জগু আর সেই জগু নেই"- উক্তি কৈশাল
*"তার মেয়েটা শ্বশুরঘরে মরেছে কিছুদিন আগে"-রহমানের মেয়ে
*"জগু মোকে বলেছে,এবার সে মামলা করবে বৌ নেবার জন্য"- উক্তি কৈলাশ
*"তুইও যাবি,সোয়ামির ঘর করবি।ডরাানি,ডর কিসের"-উক্তি পিসির
*"কাছারিবাড়ি যেতে হবে একবার"-উক্তি কানাই
*"এত রাতে মেয়েনোককে কাছারিবাড়ি ডাকতে কত্তার নজ্জা করে না কানাই"-উক্তি পিসি
* "তোমাদের সাতে মোরা মেয়েনোক পারব না জানি কিন্তু দুটো একটাকে মারব জখম করব ঠিক"-উক্তি মাসি
*"কাথা কম্বলটটা চুবিয়ে রাখি জলে,কি জানি কি হয়"-উক্তি পিসি
*গায়ে জামা আছে,নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি।আটসাট থমথমে গড়ন,গোলগাল মুখ- আহ্লাদী সম্পর্কে
*ছোট অবুঝ মেয়ে,বয়সে ছোট,চেহারা ছিল অনেক বেশি রোগা- রহমানের মেয়ে সম্পর্কে
*শরীর নয়,মনটা তার কেমন করচে।নিজেকে তার ছ্যাচড়া,নোংরা,নর্দমার মতো লাগে-আহ্লাদী
♦গুরুত্বপূর্ণ তথ্যাদি♦
*শেষবেলায় খালে এখন পুরো ভাটা
*কৈলাশ বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত
*কৈলাশের ডাকে সামনের দিকে লগি পুতে মাসি পিসি সালতির গতি ঠেকায়
*আহ্লাদী সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়
*জগুর সাথে কৈলাশের চায়ের দোকানে দেকা হয়েছিল
*জগু বৌকে নেবার জন্য মামলা করবে
*শকুনেরা উড়ে এসেছে পাতাশূন্য শুকনো গাছটায়
*শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া
*আহ্লাদীর বাবা কলেরায় মারা গেছে
*বেঁচে থাকার তাগিদে কোমর বেধে মাসি পিসি হয়ে গেল একমন, একপ্রাণ
*আহ্লাদীর স্বামীর নাম জগু
*আহ্লাদীর সম্পত্তির উপর জগুর প্রচুর লোভ
*মাসির শাউড়ি,ননদ ছিল বাঘের মতো
*সরকারবাবুর সঙ্গে বাজারের তেলা নিয়ে ঝগড়া করে মাসি পিসির অর্ধেক জীবন শেষ
*রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়
*শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে দুইজন গতকাল
*পথের ধারে ডোবার পাশে কয়েকজন ঘাপটি মেরে বসে আছে
*আজ দ্বাদশী, জোৎস্না বেশ উজ্জ্বল
*আহ্লাদীর এক ভাই ছিল
*কানাই মাসি পিসিকে কাছারিবাড়ি যেতে বলে
*মাসি পিসির উপর আহ্লাদীর দেখাশোনার ভার পড়েছে
*দুর্ভিক্ষ কোনোরকমে ঠেকিয়েছিল আহ্লাদীর বাবা
*মাসি পিসি ছাগল বেচে ভাল মন্দ দশটা খাইয়েছিল জগুকে
সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।