Type Here to Get Search Results !

Hollywood Movies

কবি পরিচিতি - রবীন্দ্রনাথ ঠাকুর - এডমিশন

  1. নাম: রবীন্দ্রনাথ ঠাকুর
  2. জন্ম:৭ মে,১৮৬১;২৫শে বৈশাখ ১২৬৮
  3. জন্মস্থল :কলকাতার জোড়াসাকোর ঠাকুর পরিবারে,পিরালি ব্রাহ্মণ বংশে
  4. পিতার নাম:দেবেন্দ্রনাথ ঠাকুর
  5. মাতার নাম: সারদা দেবী
  6. দাদার নাম:দ্বারকানাথ ঠাকুর
  7. ছদ্মনাম:ভানুসিংহ
  8. গীতাঞ্জলী প্রকাশিত হয়:১৯১০ সালে,ইংরেজী অনুবাদ রবীন্দ্রনাথ নিজেই করেন। উইলিয়াম বাটলার ইয়েটস এটার ভুমিকা লিখে দেন নাম রাখেন- songs offering, প্রকাশিত হয় ১৯১২ সালে ইংল্যান্ডে। ১৯১৩ সালে songs offering এর জন্য নোবেল পায় রবীন্দ্রনাথ।
  9. সম্পাদিত পত্রিকা :সাধনা(১৮৯১)
  10. প্রথম প্রকাশিত কবিতা:হিন্দু মেলার উপহার(১৮৭৪,অমিত্রাবাজার পত্রিকায়
  11. প্রথম প্রকাশিত কাব্য :বনফুল(১৮৭৬)
  12. প্রথম প্রকাশিত উপন্যাস:বৌ ঠাকুরাণীর হাট(১৮৮৩)
  13. প্রথম প্রকাশিত ছোটগল্প:ভিখারিণী(১৮৭৪,১৬ বছর বয়সে)
  14. প্রথম প্রকাশিত নাটক :বাল্মীকি প্রতিভা(১৮৮১)
  15. প্রথম প্রকাশিত প্রবন্ধ :বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
  16. শ্রেষ্ঠ কাব্য সংকলন: সঞ্চয়িতা(১৯৩১)
  17. বাংলা ছোটগল্পের জনক- রবীন্দ্রনাথ
  18. গানের সংকলন:গীতবিতান
  19. জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের বর্বরতার প্রতিবাদে ১৯১৯ সালে নাইট উপাধি ত্যাগ করেন।
  20. রবীন্দ্রনাথ নামকরণ করে যেতে পারেন নি-শেষ লেখা গ্রন্থটির
  21. রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালন হয়-২০১১ সালে
  22. রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ-কুষ্ঠিয়ার শিলাইদহে বসবাস কালে
  23. শান্তি নিকেতন অবস্হিত-বীরভূমের বোলপুরে
  24. রবীন্দ্রনাথ নজরুল কে উৎসর্গ করেন-বসন্ত নাটক
  25. নজরুল রবীন্দ্রনাথ কে উৎসর্গ করেন-সঞ্চিতা
  26. রবীন্দ্রনাথ নেতাজী সুভাষ কে উৎসর্গ করেন-তাসের দেশ
  27. রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উপহার করেন-কালের যাত্রা
  28. প্রথম কবিতা লেখেন-৮ বছর বয়সে
  29. অঙ্কিত চিত্রকলার সংখ্যা-দুই হাজারের বেশি
  30. ডি লিট ডিগ্রি লাভ:
  31. কলকাতা বিশ্ববিদ্যালয় -১৯১৩
  32. ঢাকা বিশ্ববিদ্যালয়-১৯৩৬
  33. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-১৯৪০
  34. উপন্যাস: চোখের বালি,গোরা,শেষের কবিতা, ঘরে বাইরে,মালঞ্চ
  35. নাটক :রাজা,ডাকঘর,রক্তকরবী, মুক্তধারা,তাসের দেশ চিরকুমার সভা
  36. মৃত্যু :৭ আগস্ট,১৯৪১; ২২ শ্রাবণ ১৩৪৮
  37. রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad