Type Here to Get Search Results !

Hollywood Movies

রেওয়ামিল এইচএসসি - Trial Balance HSC

রেওয়ামিল

সমস্যা -১

সমন্বিত ক্রয় কিভাবে বের হয়?

সমন্বিত ক্রয়= প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনি মজুদ পন্য
বা সমন্বিত ক্রয়+সমাপনি মজুদ= প্রারম্ভিক মজুদ+ক্রয়
এ থেকে বোঝা যায় যে সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ পন্যের পরিমান যোগ করলে প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের সমপরিমান টাকা হবে।
আবার আমরা জানি ক্রিত পন্য আর প্রারম্ভিক মজুদ পন্য যা অবিক্রিত থাকে তাই সমাপনী মজুদ পন্য।


সমস্যা ২-

(a) সমাপনী মজুদ পন্য সাধারনত রেওয়ামিলে আসবে না। কারণ প্রারম্ভিক মজুদ পন্য এবং ক্রয়কৃত পণ্যের যে অংশ বিক্রি করতে পারে নি প্রতিষ্ঠান সেটাই সমাপনী মজুদ পন্য।
তাহলে যদি একই অংকে আমরা প্রারম্ভিক মজুদ পন্য, ক্রয়, সমাপনী মজুদ পন্য ডেবিট করি তাহলে একটি হিসাব ২ বার দেখানো হবে। তাই সমাপনী মজুদ পন্য রেওয়ামিলে আসবে না।
(b)কিন্তু যদি সমন্বিত ক্রয় রেওয়ামিলে থাকে তাহলে সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুদ পন্য রেওয়ামিলের ডেবিট পাশে আসবে কিন্তু তখন আর প্রারম্ভীক মজুদ পন্য আর ক্রয় রেওয়ামিলে আসবে না।
উপরে সমস্যা-১ এখন দেখলেই বোঝবা যে কেন আসবে না কারণ সমন্বিত ক্রয়+সমাপনি মজুদ সমান প্রারম্ভিক মজুদ+ ক্রয় হিসাব তাই এখানে আবার প্রারম্ভিজ মজুদ+ক্রয় দিলে একই জিনিস ২ বার দেখানো হয়ে যাবে।


সমস্যা-৩

চলতি সম্পদ= দেনাদার(প্রাপ্য হিসাব,পুস্তক ঋন,বিক্রয় খতিয়ানের জ্বের,পাওনা), নগদ তহবিল/হাতে নগদ, প্রাপ্য বিল/নোট,ব্যাংক জমা, স্বল্পমেয়াদি বিনিয়োগ, সাপ্লাইজ/সরবারহ সামগ্রী ইত্যাদি।
উপরের সম্পতির কোন প্রারম্ভিক মানে ১ তারিখের জ্বের আসবে না। কারণ সমাপনী উদ্বৃত্তের মাঝেই প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে। কিন্তু এগুলোর সমাপনী উদ্বৃত্ত আসবে। আর প্রারম্ভিক সমাপনী লিখা না থাকলে ধরে নিতে হবে সমাপনী ব্যালেন্স আছে।
যেমন - প্রারম্ভিক ব্যাংক জমা+ মাঝামাঝি ব্যাংকে জমা দান- চেকে পরিশোধ টাকা= সমাপনী উদ্বৃত্ত
(মনে রাখার সিস্টেম, সমাপনী মজুদ আসে না কিন্তু চলতি সম্পদের সমাপনী উদ্বৃত আসে)


সমস্যা- ৪

মনিহারি, ডাকটিকেট, অফিস সাপ্লাইজের সমাপনী উদ্বৃত্ত আসবে না। কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে। কিন্তু যদি এই সকল এর ব্যবহৃত অংশ থাকে তাহলে আসবে এবং সমাপনী উদ্বৃত ও ডেবিট দিকে আসবে।
(মনে রাখার সিস্টেম- সমাপনী মজুদ এর মত মনিহারি, অফিস সাপ্লাইজ, ডাকটিকেটের ও সমাপনী উদ্বৃত আসবে না)


সমস্যা- ৫

সম্ভাব্য দায় আসবে না কারণ এটা কোন নিশ্চিত দায় না।


সমস্যা -৬

কিছু জিনিস সরাসরি মনে রাখা দরকার, যেমন রেওয়ামিল তৈরি হয় খতিয়ানের জ্বের দ্বারা তাই - প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, অব্যবহৃত মনিহারি, প্রারম্ভিক ঋন উদ্বৃত্ত, প্রারম্ভিক বিনিয়োগ আসবে না।


সমস্যা -৭

রেওয়ামিলে দুই পাশ যোগ করার পর যদি ক্রেডিট পাশে টাকা কম হয় এবং রেওয়ামিলে মূলধনের পরিমান না থাকে তাহলে ক্রেডিট পাশে যতটুকু টাকার পরিমান কম আছে, সেটিকে মূলধন হিসাবে দেখাতে হবে।
[যদি মূলধন থাকে আর সব ঠিক ঠাক বসানোর পর ও ২ দিকের যোগফল না মিলে তাহলে অনিশ্চিত হিসাবে দেখাতে হবে। দুই দিকের যোগফলের পার্থক্যই অনিশ্চিত হিসাব। এবং যে দিকে কম আছে সেই দিকে পার্থক্যের পরিমান টা অনিশ্চিত হিসাবে দেখাতে হবে]


সমস্যা-৮

নগত তহবিল আর ব্যাংক তহবিল ব্যাতিত সকল প্রকার তহবিল ক্রেডিট। যেমন- সঞ্চিতি তহবিল,আয়কর সঞ্চিতি তহবিল, পেনশন তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল,বিমা তহবিল, বিনিয়োগ সঞ্চিতি তহবিল ইত্যাদি।


সমস্যা- ৯

সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধু মাত্র পাওনাদার/প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট।


সমস্যা-১০

যার যার সুদ তার তার বিপরীত দিকে যাবে। আবার সুদের বকেয়া হলে হিসাব যে দিকে যায় সে দিকেই যাবে যাবে।
যেমন-
বিনিয়োগ -ডেবিট
বিনিয়োগের সুদ- ক্রেডিট(যার যার সুদ তার বিপরীত)
বিনিয়োগের বকেয়া /প্রাপ্য সুদ- ডেবিট
মূলধন ক্রেডিট, মূলধনের সুদ ডেবিট
উত্তোলন ডেবিট, উত্তলনের সুদ ক্রেডিট


সমস্যা- ১১

খরচের বকেয়া দায়
আয়ের বকেয়া সম্পদ
খরচের অগ্রিম সম্পদ
আয়ের অগ্রিম দায়
সম্পদ-ডেবিট এবং দায়- ক্রেডিট
(এখানে একটা জিনিস মনে রাখলেই হয় খরচের উল্টা হলো আয় তাহলে বকেয়া খরচ দায় হলে বকেয়া আয় সম্পদ আবার অগ্রিম খরচ সম্পদ হলে অগ্রিম আয় দায়)
তাহলে
বেতন - ডেবিট, বকেয়া বেতন-ক্রেডিট (কারণ খরচের বকেয়া দায়)
বেতন- ডেবিট, অগ্রিম বেতন-ডেবিট(কারণ খরচের অগ্রিম সম্পদ)
উপভাড়া-ক্রেডিট(আয়) - প্রাপ্য(বকেয়া) উপভাড়া- ডেবিট( কারণ বকেয়া আয় সম্পদ)
উপভাড়া-ক্রেডিট(আয়)- অগ্রীম উপভারা- ক্রডিট (কারণ অগ্রিম আয় দায়)
এইগুলা নিয়ে ক্লাস ৯-১০-১১-১২ এর ছাত্র-ছাত্রীদের অনেক বেশি কনফিউশন থাকে। তাই সেয়ার করলাম। রেওয়ামিল ভাল পারার জন্য হিসাব গুলোকে চিনিতে হবে, কোনটা খরচ,ক্ষতি,ব্যয় কোনটা আয়, দায়,লাভ কোনটা বিপরীত হিসাব। তারপর এই রুলস গুলো মনে রাখলে ইনশাল্লাহ রেওয়ামিলে তেমন সমস্যা হওয়ার কথা না।
ধন্যবাদ-


মোঃ রাজ-রাজিব
বিবিএ অনার্স ২য় বর্ষ।
সরকারি সা'দত কলেজ,করটিয়া টাংগাইল ।
মোবাইল:০১৬২৮৫৯৩৬২৩
ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad