Type Here to Get Search Results !

Hollywood Movies

রাজধানী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



রাজধানী

প্রথমেই বলে রাখি রাজধানীর নাম এখন কম বিসিএসে আসে ! যদি আসে সেজন্য জাস্ট রিডিং দেয়া আরকি !

দেশের নামের শেষে সিটি দিলেই রাজধানীর নাম ।
যেমন >>>মোনাকো সিটি ছন্দ>>>

মোসা এবং সিভা ঢাকায় গিয়ে মেজিক দেখে পাগলু হয়ে গেল।

মো=মোনাকো
সা= সান মেরিনো
সি =সিঙ্গাপুর
ভা =ভ্যাটিকান
মে= মেক্সিকো
জি = জিবুতি
ক= কুয়েত
পা= পানামা
গ= গুয়েতমালা
লু= লুক্সেমবার্গ
//

যেসব দেশের নাম ও রাজধানীর নাম একই :-

গিনি বিসাউ = বিসাউ
সাওটোমে ও প্রিন্সিপে = সাওটোমে
তিউনিসিয়া = তিউনিস
॥॥

যে দেশের তিনটা রাজধানী - দক্ষিণ আফ্রিকা
1.Pretoria.
2.Bloemfontein .
3.Cape Town.

বিশ্বের উচ্চতম রাজধানীর নাম কী?
=লাপাজ(বলিভিয়া)
॥॥

7 Sisters :---
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি প্রদেশকে 7 Sisters বলা হয়।

মনে রাখুন:--
অমিত্রি নামে আম।

প্রদেশ। → রাজধানী।
অরুনাচল (অ) - ইটানগর
মিজোরাম (মি) - আইজল
ত্রিপুরা (ত্রি) - আগরতলা
নাগাল্যান্ড (না) - কোহিমা
মেঘালয় (মে) - শিলং
আসাম (আ) - দিসপুর
মনিপুর (ম) - ইম্ফল
///

গোল্ডেন ট্রায়াঙ্গাল: মায়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তে চোরাচালান (মাথাল)
গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান, ইরান সীমান্তে চোরাচালান (আপাই)
গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ ভারত ও নেপাল সীমান্তে চোরাচালান (বাভানে)
গোল্ডেন ভিলেজ:- কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামে তামাক চাষ

Belligerent states:
টেকনিক:জর্দান সিলিপ খা ই ছে।
জর্ডান, সিরিয়া লেবানন,ইরাক ইজরাইল, ফিলিস্তিন
TRanscontinental states-3:
cyprus, Armenia, jorgia
4-Tigers:

টেকনিক:সিতাদহ:
সিঙ্গাপুর, তাইওয়ান, দ:করিয়া, হংকং
Super-7:
টেকনিক: সিতাদহ +থামাই
থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
East Asian Miracle:-
Super 7+জাপান
ইন্দোচীন:
টেকনিক: কলাভি
কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম (কলাভি)
মধ্য এশিয়া
কাজাখস্তান, কিরঘিরিস্তান,তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান

Next Eleven (or N-11) are eleven countries—Bangladesh, Egypt, Indonesia, Iran, Mexico, Nigeria, Pakistan, Philippines, South Korea, Turkey and Vietnam—that Goldman Sachs investment bank says will probably become some of the world's largest economies in the 21st century, together with the BRICS
॥॥

বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা রাজধানী

রাজধানীর নাম

ব্রাজিল-ব্রাসিলিয়া
উরুগুয়ে-মন্টিভিডিও
কলম্বিয়া-বুগোটা
আর্জেন্টিনা-বুয়েন্স আয়ার্স
পেরু-লিমা
চিলি-সান্তিয়াগো
ইকুয়েডর- কিটো
প্যারাগুয়ে-আসুনসিয়ান
বলিভিয়া-লাপাজ
জার্মানি-বার্লিন
ইতালি-রোম
সুইজারল্যান্ড-বার্ন
ফ্রান্স-প্যারিস
ক্রোয়েশিয়া-জাগরেব
যুক্তরাজ্য-লন্ডন
বেলজিয়াম-ব্রাসেলস
সুইডেন-স্টকহোম
পোল্যান্ড-ওয়ারস
ডেনমার্ক-কোপেনহেগেন
সুদান-খার্তুম
দক্ষিণ সুদান-জুবা
বেলিজ-বেলমোপান
সাইপ্রাস-নিকোশিয়া
সেনেগাল-ডাকার
ইউক্রেন-,ক্রিয়েব
ফিনল্যান্ড-হেলসিংকি
যুক্তরাষ্ট্র-ওয়াশিংটন
নিউজিল্যান্ড-ওয়ালিংটন
অস্ট্রেলিয়া-ক্যানবেরা
জ্যামাইকা-কিংস্টন
কানাডা-অটুয়া
মেক্সিকো-মেক্সিকো সিটি
বুলগেরিয়া-সুফিয়া
রোমানিয়া-বুখারেস্ট
হাঙ্গেরি-বুদাপ্লেস্ট
আলবেনিয়া-তিরানা
বাংলাদেশ-ঢাকা
ভারত- নয়াদিল্লী
পূর্ব তিমুর-দিলি
পাকিস্তান-ইসলামবাদ
ভুটান-থিম্পু
নেপাল-কাঠমুন্ডু
চীন-বেইজিং
জাপান-টোকিও
উত্তর কোরিয়া-পিয়ং ইয়ং
দক্ষিণ কোরিয়া-সিউল
কাতার-দোহা
আরব আমিরাত-আবুধাবি
ভিয়েতনাম-হ্যানয়
মঙ্গোলিয়া-উলানবাটোর
ইরাক-বাগদাদ
ইরান-তেহরান
ইসরায়েল-জেরিজালেম
উমান-মাস্কট
রাশিয়া-মস্কো
পর্তুগাল-লিসবন
মিশর-কায়রো
থাইল্যান্ড-ব্যাংকক
ইন্দোনেশিয়া-জাকার্তা
আফগানিস্তান-কাবুল
মালয়েশিয়া-কুয়ালালামপুর
মালদ্বীপ-মালে
সিঙ্গাপুর-সিঙ্গাপুর
সৌদি আরব-রিয়াদ
মায়ানমার-নাইপিদো
জিম্বাবুয়ে-হারারে
অস্ট্রিয়া-ভিয়েনা
কাজাকিস্তান-নুর সুলতান
তুর্কমেনিস্তান-আশকাবাদ
উজবেকিস্তান-তাসখন্দ
কিরগিকিস্তান-বিশকেক
তুরস্ক-আঙ্কারা
নরওয়ে-অসলো
লেবানন-বৈরুত
লিবিয়া-ত্রিপলি

রাখাইন রাজ্যের রাজধানীর নাম কি?
=সিত্তেহ
কাজাখস্তানের রাজধানীর নাম পরিবর্তন.... পূর্বনাম: আস্তানা বর্তমান: নুর সুলতান

গাম্বিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ বাঞ্জুল

ডেনমার্কের রাজধানীর নাম কী?
__কোপেনহেগেন

বুরুন্ডির রাজধানীর নাম -বুজুমবুরা

॥॥॥
বোনাস

বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীর নাম কী
: কুষ্টিয়া

সার্কের বর্তমান সাংস্কৃতিক রাজধানীর নাম কী?
: মহাস্থানগড় ,বগুড়া

সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী

‪সোনার গাঁ ১৩৩৮-৫২ ,আর গৌড় ১৪১৮-১৫৬৫.‬
‪অপশনে যে আগে থাকবে সেটা হবে ‬
‪===‬

ঢাকা বাংলার রাজধানী কতবার হয়?
প্রায়ই এই প্রশ্নটা অনেকেই করতে দেখি। তাই একটু ব্যাখাসহ উত্তর দেবার চেষ্টা করছি।
ঢাকা রাজধানী হয় মোট ৫ বার। বাংলাদেশ হবার আগে ৪ বার। ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১ সালে। বিস্তারিতভাবে উল্লেখ করছিঃ
ঢাকার গোড়াপত্তন যে মোঘল আমলে শুরু হয়েছিল তা নয় বরং সুলতানি আমল থেকেই ঢাকায় নগর ছিল। বিনতি বিবির মসজিদ ঢাকার প্রথম মসজিদ যেখান থেকে প্রাপ্ত শিলালিপিতে ১৪শ সালে নাসির মাহমুদ শাহের কথা রয়েছে। সেন আমলে রাজা বল্লাল সেন এই অঞ্চলের জঙ্গল থেকে একটা মূর্তি আবিষ্কার করেন এবং এই মূর্তি দিয়ে একটা মন্দির নির্মাণ করেন যার নাম হয় ঢাকেশ্বরী মন্দির। আবার ঢাকার অদূরে সাভারে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদের ইতিহাস থেকে ৭ম-৮ম শতকের কথাই অনেক ঐতিহাসিক বলে থাকেন।
মোঘল রাজা জাহাঙ্গীরের আমলে পূর্ববাংলা মোঘলদের অধিকারে আসে। ১৬১০ সালের ১৬ জুলাই সুবেদার ইসলাম খান বারো ভূইয়াদের নেতা মূসা খানকে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর। এই সময় পূর্ব বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করা হয়।
পরবর্তীতে শাহ সুজা বাংলার সুবেদার হলে বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে নিয়ে যায় আর এটা করা হয় ১৬৩৯ সালে। ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকা পুনরায় রাজধানী হয়।
নবাবী আমলে নবাব মুর্শিদকুলীর শাসন আমলে ১৭১৭ রাজধানী কর্নসুবর্ণে নেওয়া হয় যার নামকরণ করা হয় মুর্শিদাবাদ।
ইংরেজ আমলে ভারতের রাজধানী ছিল কলকাতা। ১৮৬৪ সালে ঢাকাকে পৌরসভা করা হয় এবং ১৯০৫ সালে বাংলা ও আসাম নিয়ে যে প্রদেশ করা হয় তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা আরো একবার রাজধানীর মর্যাদা হারায়।
১৯৪৭ সালে দেশ ভাগ হলে পাকিস্তানের রাজধানী হয় করাচি আর পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা। ১৯৫৬ সালের ২৩শে মার্চ পাকিস্তানের সংবিধানে ঢাকা পূর্ব পাকিস্থানের রাজধানীর মর্যাদা পায়।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৭২ সালের সংবিধানে ঢাকা কে বাংলাদেশের রাজধানী করা হয়।

তথ্যে বা লেখায় কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন।

তথ্যসূত্রঃ পত্রিকার আর্টিকেল, বিভিন্ন ওয়েবসাইট, নবম শ্রেণির ইতিহাস বই সহ বিভিন্ন উৎস হতে সংগৃহিত।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad