বায়ান্নর দিনগুলো ২য় অংশ
সংখ্যাবাচক তথ্য
*১৫ ফেব্রুয়ারি সকালবেলা বঙ্গবন্ধুকে জেলগেটে নেয়া হলো
*রাত ১ টায় নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের লঞ্চে তুলে দেওয়া হলো
*অনশনের ২ দিন পর অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়
*অনশনের ৪ দিন পর জোর করে নাক দিয়ে খাওয়ানো শুরু হলো
*বঙ্গবন্ধু ৪ টি চিঠি লিখেছিল
*২১ শে ফেব্রুয়ারি ঢাকায় গোলমাল হয়
*২২ তারিখে সারা ফরিদপুরে শোভাযাত্রা চলল
*১৪৪ ধারা ভঙ্গ করায় গুলি করা হয়
*জেলে বঙ্গবন্ধুুর সাথে ১ জন অনশন করে
*২ চামচ ডাবের পানি খাইয়ে মহিউদ্দিন মুজিবের অনশন ভাঙে
*২৭ তারিখে ২ টি মুক্তিরর অর্ডার আসে
*২৭ তারিখ মুজিবের মুক্তির অর্ডার আসে
*২৮ তারিখ দশটায় মুজিবের আব্বা জেলে আসেন
*জেল থেকে ছাড়া পাওয়ার ৫দিন পর মুজিব বাড়ি পৌছায়
*রেণু ঢাকা যাওয়ার পথে নৌকায় ৩ জন মাল্লা ছিল
*বাড়ি ফেরার ১০ দিন পর মুজিব হাটার অনুমতি পায়
♦উক্তিসমূহ♦
*আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে-উক্তি কর্তৃপক্ষ
*ইয়ে কেয়া বাত হ্যায় আপ জেলখানা মে- উক্তি সুবেদার
*এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে?- উক্তি সিভিল সার্জন
*কাউকে খবর দিতে হবে??আপনার ছেলেমেয়ে ও স্ত্রী? -উক্তি ডেপুটি জেলার
*তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব- মহিউদ্দিন
*তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম,তুমি কিছু একটা করবা- উক্তি রেণু
*তোমার মুক্তির অর্ডার এসেছে, তোমাকে আমি নিয়ে যাব বাড়ি- উক্তি মুজিবের আব্বা
*হাসু আপা,হাসু আপা,তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি- উক্তি কামাল
CONTINUE
সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।