Type Here to Get Search Results !

Hollywood Movies

বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন থাকেই




বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন থাকেই।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিন-

[1] বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? [35th BCS]

____বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[2] 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার লেখা? [35th BCS]

____বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[3] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে 'রাজনীতির কবি' হিসাবে আখ্যায়িত করে কোন সাময়িকী? [35th BCS]

___ নিউজউইক

[4] মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে?

___ ৫ জুন, ১৯৭১

[5] মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিলো?

____লোবেল জেঙ্কিস

[6] ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের মাধ্যমে? [36th BCS]

___ ওয়ারলেসের মাধ্যমে

[7] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th BCS]

___ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[8] ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?

___ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[9] বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন? [36th BCS]

উ: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি, লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে।

[10] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে

ছয়দফা ঘোষনা করেন?

উ: ২৩ মার্চ ১৯৬৬

[11] ছয় দফা দিবস কবে পালিত হয়?

উঃ ৭ জুন।

[12] কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

উ: লাহোর প্রস্তাব

[13] ছয়দফার প্রথম দফা কি ছিল?

উ: স্বায়ত্বশাসন

[14] 'বাঙ্গালী জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি?

উ: ছয়দফা

[15] ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?

___ ম্যাগনাকার্টা বিল

[16] আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?

উ: ৩ জানুয়ারী ১৯৬৮

[17] আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?

উ: ৩৫ জন (শেখ মুজিব সহ) [ 40 তম বিসিএস]

.

[18] আগরতলা ষড়যন্ত্র মামলার

প্রধান আসামী কে ছিল?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[19] আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল?

উ: "রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য"

[20] কে কখন পূর্ব পাকিস্থানের নামকরণ "বাংলাদেশ" করেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

[21] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

---১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

[22] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?

---তোফায়েল আহমেদ

[23] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন কে?

---আ স ম আব্দুর রব; ৩ মার্চ, ১৯৭১

[24] বঙ্গবন্ধু শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা

করা হয় কোথায়?

উ: ঐতিহাসিক পল্টন ময়দানে।

[25] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক?

----৪-ক

[26] বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত? [ 40 তম বিসিএস ]

___ ৫ম তফসিলে।

[27] ২০০৪ সালে বিবিসি'র জনমত জরীপে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়?

--- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[28] শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন দেন কোথায়?

---সোহরাওয়ার্দী উদ্যানে।

[29] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সর্বপ্রথম বাংলায় ভাষন দেন?

---বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

[30] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহন করেন?

---১৯২০ সালের ১৭ই মার্চ

[31] বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

__ বাইগার।

[32] কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে "বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ" করা হয়েছে?

__ ২৩ ও ২৪ নং কক্ষ।

[33] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন?

___২২ মার্চ, ১৯৭৫ সালে।

[34] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়?

___ ২০০৯ সালে।

[35] সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক?

____ ৬ষ্ঠ তফসিল।

[36] "লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না"___ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম বিসিএস ]

___ জেনারেল ইয়াহিয়া খান।

[37] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?

---১৯৭৫ সালের ১৫ই আগস্ট

[38] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?

---১০ই জানুয়ারি

[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?

___ ১৭ মার্চ।

[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?

___ ১৫ আগস্ট।

[41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে?

___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)

নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?

__ ২০২০-২০২১

[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?

__ ২০২০ সালে

[44] " কারাগারের রোজনামচা" গ্রন্থটির রচয়িতা কে?

__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

[45] "আমার কিছু কথা" গ্রন্থটির রচয়িতা কে?

__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

[46] "আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি"- উক্তিটি কার?

_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো'র।

[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "ফরগটেন হিরো" বলে আখ্যায়িত করা হয়?

__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।

[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে যুদ্ধ ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা হয়েছে?

__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।

[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে "জুলি ও কুরি" শান্তি পদকে ভূষিত করে?

-১৯৭৩ সালের ২৩ মে।

[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" বলে স্বীকৃতি দেয়?

_২০১৭ সালের ৩০ অক্টোবর।

[51] "যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,

ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান"__ পঙক্তিমালা কোন কবির রচনা?

____ কবি অন্নদাশঙ্কর রায়।

[52] বিখ্যাত কবিতা "বঙ্গবন্ধু" এর রচয়িতা কে?

____ পল্লীকবি জসীমউদ্দিন।

[53] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত নাটক "মহামানবের দেশে" এর পরিচালক কে?

___ মান্নান হীরা।

[54] "যদি রাত পোহালে শোনা যেতো" __ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?

___ হাসান মতিউর রহমান।

[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন?

___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)

[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?

___ শ্যাম বেনেগাল

[57] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?

___ আইন বিভাগ।

[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমানকে কোন পদ দেওয়া হয়?

___ যুগ্ম সাধারণ সম্পাদক।

[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?

___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়

[60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু কবে মুক্তি পান?

___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

////  

    লিখেছেন : Selim Reza
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad