আসসালামু আলাইকুম, কেমন আছো, ভাইয়ারা ও আপুরা? অনেক টেনশনে আছো, তাই না? কিন্তু কী আর করার everyone faces their own fight.
তার মাঝে দিয়েও দূর্বার গতিতে এগিয়ে যাওয়া শিখতে হবে।
যাই হোক, আজ ICT subject এর উপর ফাইনাল একটা সাজেশন দিবো। প্রথমেই বলে রাখি, ভালো রেজাল্ট করার জন্য পুরো বই ভালো করে পড়ার বিকল্প নেই তবুও শেষ মূহুর্তে রিভিশন দেয়ার জন্য নিচের টপিকগুলো ঝালাই করে নিবে। এই বিষয়গুলোর উপরেই ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন আসে প্রতিবছর।
১ম অধ্যায়ঃ বিশ্বগ্রাম ও তার তৈরীর উপাদান, যোগাযোগের মাধ্যম, কর্মসংস্থান, চিকিৎসা, গবেষণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ক্রায়োসার্জারী, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি এগুলো ভালো করে পড়বে। অবশ্যই প্রতিটার সংজ্ঞা ভালো করে বুঝে পড়ে যাবে। আর প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য আইসিটি ব্যবহারে নৈতিকতাটা পড়ে যাবে।
২য় অধ্যায়ঃ দ্বিতীয় অধ্যায়ে টপিক একটু বেশি। তাই অন্যান্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায় থেকে একটু বেশি পড়তে হবে।
ডেটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশনের মাধ্যম(তার সহ ও তারবিহীন), ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল ফোনের বিভিন্য প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইস, টপোলজি এগুলো একটু ভালো করে পড়লেই ইন শা আল্লাহ পরিক্ষায় কমন পড়বে।
৩য় অধ্যায়ঃ ৩য় অধ্যায়ে সব জায়গা থেকেই একটু একটু আসে তাই এখানে নন-ইম্পোর্ট্যান্ট কিছুই নেই। তবুও কয়েকটা বিষয় জোর দিয়ে পড়বে।
১ম অংশঃ এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কনভার্সন, সংখ্যা পদ্ধতির যোগ-বিয়োগ, ২ এর পরিপূরক, কোড।
২য় অংশঃ বুলিয়ান এলজেব্রা, সার্বজনীন গেট, বিভিন্য সার্বজনীন গেইটের সার্বজনীনতা, NAND & NOR গেইটের সাহায্যে Ex-Or & Ex-Nor গেইট বাস্তবায়ন, এনকোডার ও ডিকোডার, দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটু ফুল অ্যাডার বাস্তবায়ন,
জ্ঞানমূলকের জন্য রেজিস্টার, কাউন্টার ও ফ্লিপফ্লপের সংজ্ঞাটা পড়বে।
৪র্থ অধ্যায়ঃ স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবপেজের পার্থক্য, আইপি এড্রেস, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ওয়েবসাইটের কাঠামো।
এইচটিমিএল থেকে পড়বে - বিভিন্য ট্যাগ ও সেগুলোর ব্যবহার, লিস্ট, হাইপারলিংক ও পিকচার এড করা, টেবিল।
৫ম অধ্যায়ঃ
১ম অংশঃ বিভিন্য স্তরের প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের পার্থক্য।
ফ্লো-চার্ট ও অ্যালগরিদমঃ বৃহত্তর সংখ্যা বের করার, একটি ধারার সবগুলো সংখ্যার যোগফল(বিশেষ করে স্কয়ার দেয়া সংখ্যার) বের করার এই দুইটা করলেই ইন শা আল্লাহ কমন পড়বে।
২য় অংশঃ সি প্রোগ্রামের গঠন, সি প্রোগ্রামের ডেটাটাইপ, চলক, অপারেটর।
প্রোগ্রাম - কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আর লুপ দিয়ে যেসব প্রোগ্রামগুলো লেখা হয়েছে ওগুলো জোর দিয়ে পড়বে যেমনঃ তিনটা সংখ্যার মাঝে সবচেয়ে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম, ধারার যোগফল বের করার প্রোগ্রাম, এছাড়া লিপ ইয়ার বের করার প্রোগ্রামটাও করবে।
৬ষ্ঠ অধ্যায়ঃ DBMS, Entity, attribute, field, record, file, database, key, datatype, query, indexing & sorting জ্ঞানমূলক ও অনুধাবনের জন্য পড়বে।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য ডেটাবেজ রিলেশন ও SQL Query ভালো করে পড়বে।
আরেকটা বিষয় ভালোকরে পড়তে পারো, ডেটা কীভাবে সিকিউর রাখা যায়।
আজ এই পর্যন্তই। ভালো করে পড়াশোনা করো, সুস্থ্য থাকো আর সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্বরণ করো।
.
Shafiqur Rahman Soad
Department of International Business
FBS-26
University of Dhaka
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।