Type Here to Get Search Results !

Hollywood Movies

লেখক পরিচিতি - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

লেখক পরিচিতি- ১


আজকের লেখকঃ 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


-জন্মঃ ২৬ সেপ্টেম্বর, ১৮২০। বীরসিংহ গ্রামের মেদেনীপুর জেলায়।

-মৃত্যুঃ ২৯ জুলাই, ১৮৯১


★তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।

★ পারিবারিক পদবী - বন্দ্যোপাধ্যায়, স্বাক্ষর করতেন - ঈশ্বরচন্দ্র শর্মা।

★ বিরাম চিহ্নের প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার করেন- বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭) গ্রন্থে।


★ তাঁর উপাধিঃ


১. বিদ্যাসাগর- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে।

২. সি আই-ই ভারত সরকার কর্তৃক

৩. করুনা সাগর- মাইকেল মধুসূদন কর্তৃক।


★ বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু মুস্তফী 'নীল দর্পণের' উড চরিত্রে অভিনয়ের সময় জুতা ছুড়ে মেরেছিলেন।

★ বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন- ১৮৫৫ সালের অক্টোবরে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় - ১৮৫৬ সালের ২৬ জুলাই।

★ ১৮৪১ সালে ফোর্ড উইলিয়াম কলেজে ও ১৮৪৬ সালে সংস্কৃত কলেজে যোগদান করেন।

★ বিদ্যাসাগর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়- কলকাতায় নারী শিক্ষামন্দির 'বেথুন কলেজ'।


- কাব্যঃ পদ্য সংগ্রহ


★ শিশুতোষঃ


১. বর্ণ পরিচয়(১ম ও ২য় ভাগ, ১৮৫৫) ক্ল্যাসিকের মর্যাদা পায়।


২. বোধোদয় (১৮৫১) ইংরেজি নাননা গ্রন্থের অনুবাদ।


৩. কথামালা (১৮৫৬) ঈসপের Fables গল্পের অনুবাদ।


৪. আখ্যান মঞ্জুরী(১৮৬৩) ইংরেজি থেকে।

৫. ঋজুপাঠ

৬. শব্দমঞ্জুরী(১৮৬৪)

৭. বাংলা অভিধান


★ ব্যাকরণঃ ব্যাকরণ কৌমুদী (১ম -৪র্থ)


★ আত্মজীবনীঃ আত্মচরিত(১৮৯১)। বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী।


★ মৌলিক গ্রন্থাবলীঃ


১. বাল্যবিবাহের দোষ

২. বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদবিষয়ক প্রস্তাব(১ম, ২য় -১৮৫৫)

৩. বহুবিবাহ রচিত হওয়া উচিত কিনা এতদবিষয়ক বিচারক(১ম -১৮৭১, ২য় ১৮৭৩)

৪. প্রভাবতী সম্ভাষণ(১৮৯২)


★ ছদ্মনামে রচনা(মৌলিক):


১. অতি অল্প হইল(১৮৭৩) - কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।

২. আবার অতি অল্প হইল (১৮৭৩) - কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।

৩। ব্রজ বিলাস(১৮৮৪) - কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।

৪. বিধবা বিবাহ ও য়শোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা (১৮৮৪) - কস্যচিৎ তত্ত্বান্বেষণ ছদ্মনামে।

৫. রত্নপরীক্ষা (১৮৮৬) - কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে।


★ অনুবাদ গ্রন্থঃ


১. বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭) হিন্দি কবি লালুজীর 'বৈতাল পচ্চসী' অবলম্বনে রচিত। এটটি তাঁরর প্রথম গ্রন্থ।

২. ভ্রান্তিবিলাস (১৮৬৯) - শেক্সপিয়ারের comedy of errors অবলম্বনে।

৩. শকুন্তলা (১৮৫৪) - কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' অবকম্বনে।

৪. সীতার বনবাস(১৮৬০) ভবভূতি রচিত উত্তর রামচরিত্র নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তর কাণ্ড থেকে।


সংকলনেঃ গোলাম মোর্শেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad