আমি ভালো না থাকার যন্ত্রণায় কুঁকড়ে যাই,
মন খারাপের সবকটা জানা কবিতা আওড়াতে আওড়াতে পথ ভুলে যেখানে সেখানে পা বাড়াই,
তারপর সন্ধ্যার আকাশে কিছু ঘরে ফেরা পাখির নীড়ে ফেরা দেখি,
আর ভাবি আমার কোনো ঘর নাই ক্যান?
আমার নিজের ঘরটা কই?
যেখানেই যাই সেখানেই তো কারো না কারো ছত্রছায়ায় থাকি।
আমার নিজের একটা ছোট্ট ঠাঁই কই?
বিষাদের বুকে চোখের নোনা জলে আঁকিবুঁকি করি,
ঝাপসা চোখের শূন্য ছায়ায় আমি খুঁজি-
কারে খুঁজি?
যে এসে কপালের ঠিক মাঝখানটায় একটা চুমু এঁকে দিয়ে বুকে জড়িয়ে বলবে -
কয়েকশো স্কয়ার ফিটের বাড়ি তোমার নামে লিখে দিতে হয়তো না পারি,
কিন্তু বুকের এই কয়েক ইঞ্চি শুধুই তোমার বাড়ি।
তোমার নিজের ঘর,
তোমার একান্ত একার ঘর!
আমি আজন্ম আমার অপেক্ষায় শুধু তারেই খুঁজি।
___একান্ত একার ঘর
___©বুশরা হাবিবা
ছবি - Sirazam Munira Saima
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।