সম্ভবত আমি তোমায় ভালোবাসি
ভালোবাসলেই নাকি আজকাল
রুটিন মেনে দেখা করতে হয়
নিয়ম করে সকাল সন্ধ্যা -
শুভ বার্তা পাঠাতে হয়।
ভালোবাসলেই নাকি -
ঘণ্টার পর ঘণ্টা ফোনালাপে ব্যস্ত হতে হয়,
নিত্যনতুন বর্নিল সাজে মুগ্ধ করতে হয়,
রোজই বাহারি উপহার দিয়ে মন পেতে হয়
ভালোবাসলেই নাকি শরীর ছুঁতে হয়!
এদিক ওদিক হলেই তো 'বিচ্ছেদ'।
অথচ আমার তোমাকে ভেবেই সুখ
দূরত্ব সে তো পারেনি কমাতে গুরুত্ব,
একগুচ্ছ ফুলের স্নিগ্ধতায় বিমুগ্ধ মুখ,
কি করে মেকাপহীন রূপে মুগ্ধতা ছড়াও?
তোমার মন খারাপে আমার অস্থিরতা
কিংবা একলা থাকার ক্ষণে -
প্রতিক্ষার তীব্র ব্যকুলতা।
না থাকার মাঝেও সবটা জুড়ে থাকা,
না বলার মাঝেও বলা কথা।
স্পর্শ ব্যতীত কি নিদারুণ ভাবেই
ছুঁয়ে দাও আমায়!
ঘুমের ঘোরে আনমনে ডেকে ওঠা,
তোমায় ঘিরে থাকা সবকিছুই যে
ভীষণ প্রিয় আমার।
তোমারও তো ঠিক তাই!
আজকাল এত ভালোবাসার ছড়াছড়ি
সাথে বিচ্ছেদ ও!
আমরা তো কেবল ভালোবেসেছি ,
প্রেম করিনি কখনও।
কবিতাঃ সম্ভবত
___©Faria Ferdous(অনামিকা)
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।