1. হিমালয়ের কন্যা বলা হয় —?
উঃপঞ্চগড়কে।
2. বাংলাদেশের আমাজান বলা হয়–?
উঃ রাতারগুল বন,সিলেটকে ।
3. কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে
4. প্রকৃতির কন্যা বলা হয়--?
উঃ জাফলং,সিলেটকে।
5. সৌন্দর্যের লীলাভূমি বলা হয়—?
উঃ রাঙামাটিকে
6. রাঙামাটির ছাদ বলা হয় —?
উঃ সাজেক ভ্যালিকে।
7. পাহাড়ি কন্যা বলা হয়–?
উঃবান্দরবানকে।
8. প্রাচ্যের ডান্ডি বলা হয়
উঃ নারায়নগঞ্জকে।
9. বাংলাদেশের প্রবেশদ্বার
বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
10. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ সিলেটকে।
11. ১২ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
12. শীতল পানির ঝর্ণা অবস্থিত?
উঃ কক্সবাজার।
13. গরম পানির ঝর্ণা অবস্থিত?
উঃ সীতাকুণ্ড।
14. বাংলার ভেনিস/ বাংলার
শস্যভান্ডার বলা হয়?
উঃ বরিশালকে।
15. দ্বীপের রাণী বলা হয়?
উঃ ভোলাকে।
16. প্রকৃতির রাণী বলা হয়?
উঃ খাগড়াছড়িকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।