Type Here to Get Search Results !

Hollywood Movies

মেগালোডন (Megalodon) কি?

মেগালোডন(Megalodon) 

মেগালোডন (Megalodon) কি?


মেগালোডন আজ থেকে কয়েক লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। মেগালোডনকে গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম কারচারোক্লেস মেগালোডন। মেগালোডন গরম আবহাওয়ায় বসবাস করতে পছন্দ করতো। কিন্তু শিকার ধরার জন্য এটি সমুদ্রের শীতল অংশেও চলাচল করতো। মেগালোডন ওজনে ৪৮ টন এবং লম্বায় ৫৫ ফুট হতো। বর্তমান সময়ে পাওয়া যাওয়া হাঙ্গর মাছের তুলনায় মেগালোডনের আকৃতি তিনগুণ বড় ছিল। এরা সাধারণত তিমি মাছ এবং ডলফিনের শিকার করতো। কিন্তু শিকারের অভাব দেখা দিলে এরা নিজেদের থেকে ছোট হাঙ্গরদেরও শিকার করে খেয়ে নিত। মেগালোডন এর বিলুপ্ত হওয়ার সঠিক কারণ এখনও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। অনেক বিজ্ঞানীরা ধারণা করেন মেগালোডন কখনো বিলুপ্ত হয়নি, এরা আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে।


শিকার পদ্ধতি:


একটি মেগালোডন এর মুখে প্রায় ২৭০ টি দাঁত থাকতো। এর এক একটি দাঁত ৭ ইঞ্চি বা তার চেয়ে বড় হতো। এর কারণে সে যুগের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের আক্রমণ করতেও এর কোন সমস্যা হতো না। মেগালোডন এর বাইট ফোর্স ৮০ টনের সমান ছিল যেটি আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রাণীর মধ্যে দেখা যায়নি।


Source - মেগালোডন, উইকিপিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad