Type Here to Get Search Results !

Hollywood Movies

বিপরীত দাখিলা (Reversing Entry)

------বিপরীত দাখিলা (Reversing Entry)------


আপনারা অনেকেই সমন্বয় দাখিলা আলোচনা করার সময় বিপরীত দাখিলা নিয়ে পোস্ট দেওয়ার কথা বলেছিলেন। আপনাদের জন্য আজ আমি বিপরীত দাখিলা নিয়ে আলোচনা করব।

প্রথমেই বলে নিচ্ছি বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত বিষয়। তাই বিপরীত দাখিলা বুঝতে হলে আপনাকে অবশ্যই সমন্বয় দাখিলা আয়ত্ত করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের পেজে সমন্বয় দাখিলার ধারাবাহিক আলোচনাগুলো দেখে নিতে পারেন।

বিপরীত দাখিলা হিসাবচক্রের একটি ঐচ্ছিক ধাপ। অর্থাৎ হিসাববিজ্ঞানে এটি কোন বাধ্যতামূলক কাজ নয়। বিপরীত দাখিলা না দিয়েও আপনি হিসাব প্রক্রিয়া শেষ করতে পারেন। তবে কোন কোন প্রতিষ্ঠান বিপরীত দাখিলা দিয়ে থাকে।

মূলত পরবর্তী হিসাবকালে লেনদেনগুলো সহজভাবে লিপিবদ্ধ করার জন্যই বিপরীত দাখিলা দেওয়া হয়। বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার পর দেওয়া হয়।

বিপরীত দাখিলাগুলো আলোচনার পূর্বে আমরা জেনে নিব বিপরীত দাখিলা কাকে বলে।

বিপরীত দাখিলা : পরবর্তী হিসাবকালের শুরুতে পূর্ববর্তী হিসাবকালের সমন্বয় দাখিলাকে উল্টিয়ে (বিপরীত ভাবে লিখে) যে দাখিলা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে।
 
অর্থাৎ আপনি যদি ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর সমন্বয় দাখিলা দিয়ে থাকেন, তাহলে ২০১৭ সালের ১লা জানুয়ারি এই সমন্বয় দাখিলার ডেবিট হিসাবকে ক্রেডিট দিকে এবং ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে লিখে বিপরীত দাখিলা দিবেন।

তার মানে আমরা যদি সমন্বয় দাখিলা পারি তাহলে বিপরীত দাখিলা দেয়া একদমই সহজ কাজ। হ্যাঁ, অবশ্যই সহজ। আপনি শুধু সমন্বয়কে উল্টিয়ে দিবেন, তাহলেই হবে।

কিন্তু বিষয়টা সহজ হলেও আপনাকে ঝামেলায় ফেলবে। কারন সকল সমন্বয় দাখিলা উল্টাবে না অর্থাৎ সকল সমন্বয়ের বিপরীত দাখিলা হয় না।

তবে চিন্তার কোন কারন নেই। আমি নিচে দেখিয়ে দিচ্ছি কোন কোন সমন্বয়ের বিপরীত দাখিলা হয়।

(আপনাদের বুঝার জন্য সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলা দুটোই পাশাপাশি দেয়া হয়েছে। বিপরীত দাখিলা অংক করার জন্য সাধারণ জাবেদার মতই ঘর হবে।)

১. সকল বকেয়া/প্রদেয় খরচের জন্য----

সমন্বয় দাখিল:

খরচ হিসাব............ ডে.
বকেয়া/প্রদেয় খরচ হিসাব......... ক্রে.

বিপরীত দাখিলা:

বকেয়া/প্রদেয় খরচ..... ডে.
খরচ হিসাব..........ক্রে.

২. সকল বকেয়া আয়ের জন্য----

সমন্বয় দাখিলা:

বকেয়া/প্রাপ্য আয়....... ডে.
আয় হিসাব...................ক্রে

বিপরীত দাখিলা:

আয় হিসাব............  ডে.
বকেয়া/প্রাপ্য আয়............ ক্রে.

৩. অগ্রিম খরচের জন্য-----

<> খরচ পদ্ধতি:-

সমন্বয় দাখিলা:

অগ্রিম খরচ........... ডে.
খরচ হিসাব..................ক্রে.

বিপরীত দাখিলা:

খরচ হিসাব............ডে.
অগ্রিম খরচ................ ক্রে.

<> সম্পদ পদ্ধতি:-

সমন্বয় দাখিলা:

খরচ হিসাব....... ডে.
অগ্রিম খরচ............ ক্রে.

বিপরীত দাখিলা:

বিপরীত দাখিলা হবে না (No Reversing)।

ব্যাখ্যা : অগ্রিম খরচের সমন্বয় দাখিলা যদি সম্পদ পদ্ধতিতে দেয়া হয় তখন ঐ সমন্বয়ের বিপরীত দাখিলা দিতে হয় না। কারন এই সমন্বয়টাই খরচ পদ্ধতির বিপরীত দাখিলার মত (উপরে লক্ষ্য করে দেখুন)।

নোট : সাপ্লাইজ, বিলম্বিত বিজ্ঞাপন এই দুটি সমন্বয় অগ্রিম খরচের অন্তর্ভুক্ত সমন্বয় দাখিলা বিবেচনা করা হয়। তাই এগুলোর বিপরীত দাখিলা অগ্রিম খরচের মতই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad