Type Here to Get Search Results !

Hollywood Movies

মধ্যযুগের লেখক, সাহিত্য সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্র

মধ্যযুগের লেখক, সাহিত্য+সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্র

Writers of Middle Ages, Literature + Literary Works and Creators

১। বড়ু চণ্ডীদাসঃ শ্রীকৃষ্ণকীর্ত্তন (কাব্য) ও কৃষ্ণ, রাধা, বড়ায়ি।
২। কানাহরিদত্ত/বিজয়গুপ্তঃ মনসামঙ্গল (কাব্য) ও চাঁদ সাদাগর, বেহুলা।
৩। মুকুন্দরাম চক্রবর্তীঃ চণ্ডীমঙ্গল (কাব্য) ও কালকেতু, ফল্লুরী।
৪। ভারতচন্দ্রঃ অন্নদামঙ্গল (কাব্য) ও ঈশ্বর, পাটনী।
৫। শাহ মুহম্মদ সগীরঃ ইউসুফ-জোলেখা (রোমান্টিক কাব্য) ও ইউসুফ, জোলেখা
৬। আলাওলঃ পদ্মাবতী (রোমান্টিক কাব্য) ও পদ্মাবতী 
৭। বাহারাম খাঁঃ লায়লী-মজনু (রোমান্টিক কাব্য) ও লায়লী, মজনু 
৮। মনসুর বয়াতিঃ দেওয়ানা মদিনা (মৈমনসিংহ গীতিকা) ও আলাল, দুলাল, মদিনা।
৯। দ্বিজ কানাইঃ দেওয়ানা মদিনা (মৈমনসিংহ গীতিকা) ও মহুয়া, নদের চাঁদ। 
//
কবিদের ছদ্মনাম:-

১.রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ
২.কাজী নজরুল ইসলাম- ধূমকেতু
৩.মীর মশাররফ হোসেন-গাজী মিয়া
৪.প্রমথ চৌধুরী- বীরবল
৫.সমরেশ বসু- কালকূট
৬.মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ
৭.সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত
৮.মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ
৯.অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী
১০.প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর
১১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী
১২.মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান
১৩.শওকত ওসমান- শেখ আজিজুর রহমান
১৪.কাজেম আল কোরেশী- কায়কোবাদ
১৫.বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল
১৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত
১৭.মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
১৮.কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা
১৯.জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা
২০.রাজশেখর বসু- পরশুরাম
////

আধুনিক যুগ পর্ব ০১ঃ

উপন্যাসিক+উপন্যাস ও সৃষ্ট চরিত্র

১। প্যারীচাঁদ মিত্র
      উপন্যাসঃ আলালের ঘরের দুলাল
      সৃষ্ট চরিত্রঃ ঠকচাচা

২। কালীপ্রসন্ন সিংহ
     উপন্যাসঃ হুতোম প্যাঁচার নকশা
     সৃষ্ট চরিত্রঃ দাসুবাসু
৩। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
     উপন্যাসঃ দুর্গেশনন্দিনী 
     সৃষ্ট চরিত্রঃ আয়েশ, তিলোত্তমা
     উপন্যাসঃ কপালকুণ্ডলা 
     সৃষ্ট চরিত্রঃ কপালকুণ্ডলা, নবকুমার
     উপন্যাসঃ বিষবৃক্ষ 
     সৃষ্ট চরিত্রঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ
     উপন্যাসঃ কৃষ্ণকান্তের উইল
     সৃষ্ট চরিত্রঃ রোহিণী, গোবিন্দলাল
৪। শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
     উপন্যাসঃ বড়দিদি 
     সৃষ্ট চরিত্রঃ মাধবদী, সুরেন্দ্রনাথ
     উপন্যাসঃ গৃহদাহ 
     সৃষ্ট চরিত্রঃঅচলা, সুরেশ, মহিম
     উপন্যাসঃ দত্তা 
     সৃষ্ট চরিত্রঃ নরেন, রমা
     উপন্যাসঃ চরিত্রহীন 
     সৃষ্ট চরিত্রঃ সতীশ, কিরণময়ী
     উপন্যাসঃ দেবদাস
     সৃষ্ট চরিত্রঃ দেবদাস, পার্বতী 
     উপন্যাসঃ শ্রীকান্ত 
     সৃষ্ট চরিত্রঃ শ্রীকান্ত, রাজলক্ষ্মী
     উপন্যাসঃ পথেরদাবী 
     সৃষ্ট চরিত্রঃ সব্যসাচী
     উপন্যাসঃ পল্লীসমাজ
     সৃষ্ট চরিত্রঃ রমেশ, রমা
৫। রবীন্দ্রনাথ ঠাকুর
     উপন্যাসঃ শেষের কবিতা
     সৃষ্ট চরিত্রঃ লাবণ্য, অমিত
     উপন্যাসঃ যোগাযোগ
     সৃষ্ট চরিত্রঃ মধুসূদন, কুমুদিনী
     উপন্যাসঃ চোখের বালি
     সৃষ্ট চরিত্রঃ বিনোদিনী, মহেন্দ্র, বিহারী
     উপন্যাসঃ চতুরঙ্গ 
     সৃষ্ট চরিত্রঃ শচীশ, শ্রীবিলাস, দামিনী
     উপন্যাসঃ গোরা
     সৃষ্ট চরিত্রঃ গোরা, ললিতা, বিনয়
৬। নজিবর রহমান 
     উপন্যাসঃ আনোয়ারা 
     সৃষ্ট চরিত্রঃ আনোয়ারা 
৭। কাজী ইমদাদুল হক
     উপন্যাসঃ আব্দুল্লাহ 
     সৃষ্ট চরিত্রঃ আব্দুল্লাহ, হালিম
৮। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
     উপন্যাসঃ কবি
     সৃষ্ট চরিত্রঃ নিতাই, বসন্ত, বৈরাগী  
     উপন্যাসঃ হাসুলি বাঁকের উপকথা
     সৃষ্ট চরিত্রঃ বনমালী, করালী সুবাশী
   

আধুনিক যুগ পর্ব ০২ঃ

উপন্যাসিক+উপন্যাস ও সৃষ্ট চরিত্র

৯। আবু ইসহাক
      উপন্যাসঃ সূর্য-দীঘল বাড়ী
      সৃষ্ট চরিত্রঃ জয়গুন, হাসু, ময়মুন

১০। জহির রায়হান
     উপন্যাসঃ হাজার বছর ধরে
     সৃষ্ট চরিত্রঃ মকবুল, টুনি

১১। শহিদল্লাহ কায়সার
      উপন্যাসঃ সংশপ্তক 
      সৃষ্ট চরিত্রঃ হুরমতি, লেকু, রমজান

১২। শহীদল্লাহ কায়সার
      উপন্যাসঃ সারেং বৌ
      সৃষ্ট চরিত্রঃ নবীতুন, কদম সারেং

১৩। মোজাম্মেল হক
      উপন্যাসঃ জোহরা
      সৃষ্ট চরিত্রঃ জোহরা, কাশেম

১৪। সৈয়দ ওয়ালীউল্লাহ
      উপন্যাসঃ লালসালু
      সৃষ্ট চরিত্রঃ মজিদ, আমেনা, জমিলা
      উপন্যাসঃ চাঁদের অমাবস্যা 
      সৃষ্ট চরিত্রঃ আরেফ আলী

১৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
      উপন্যাসঃ পথের পাঁচালী
      সৃষ্ট চরিত্রঃ অপু, ইন্দির ঠাকুরুন

১৬। মীর মশাররফ হোসেন
      উপন্যাসঃ বিষাদ-সিন্ধু
      সৃষ্ট চরিত্রঃ এজিদ, হাসান, হোসেন

১৭। মানিক বন্দ্যোপাধ্যায় 
      উপন্যাসঃ পদ্মানদীর মাঝি
      সৃষ্ট চরিত্রঃ কুবের, কপিলা, মালা, গনেশ
      উপন্যাসঃ পুতুলনাচের ইতিকথা
      সৃষ্ট চরিত্রঃ শশী, যাদব দম্পতি, কুসুম
      উপন্যাসঃ চতুষ্কোণ 
      সৃষ্ট চরিত্রঃ রাজকুমার, গিরি, রিনি, মালতী
      উপন্যাসঃ বেড়া
      সৃষ্ট চরিত্রঃ রানীবালা, বামা, জনার্দন 
      উপন্যাসঃ পাশফেল
      সৃষ্ট চরিত্রঃ বিমল, নীরেন 
      উপন্যাসঃ জননী 
      সৃষ্ট চরিত্রঃ শ্যামা, শীতল
      উপন্যাসঃ অহিংসা
      সৃষ্ট চরিত্রঃ সদানন্দ, বিপন
//////

কবি- সাহিত্যিকদের উৎসর্গ কর্মঃ
.
১. বসন্ত--রবীন্দ্রনাথ ঠাকুর, উৎসর্গ করেন--
কাজী নজরুল ইসলামকে।
২. তাসের দেশ--রবীন্দ্রনাথ ঠাকুর, উৎসর্গ
করেন--নেতাজি সুভাষ চন্দ্রকে।
৩. কালের যাত্রা-- রবীন্দ্রনাথ ঠাকুর, উৎসর্গ
করেন-- শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
৪. চার অধ্যায়-- রবীন্দ্রনাথ ঠাকুর, উৎসর্গ করেন--
কারাবন্দীদেরকে।
৫. সঞ্চিতা--কাজী নজরুল ইসলাম, উৎসর্গ করেন--
রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৬. ছায়ানট --কাজী নজরুল ইসলাম, উৎসর্গ করেন--
মুজাফফর আহম্মদকে।
৭. অগ্নিবীণা--কাজী নজরুল ইসলাম, উৎসর্গ
করেন--বারীন ঘোষকে।
৮. চিত্তনামা-- কাজী নজরুল ইসলাম, উৎসর্গ করেন--
চিত্তরঞ্জন দাস কে
৯. সর্বহারা--কাজী নজরুল ইসলাম, উৎসর্গ করেন--
বিরজা সুন্দরীকে।
১০. সন্ধ্যা--কাজী নজরুল ইসলাম, উৎসর্গ করেন--
মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে।
১১. বসন্তকুমারী-- মীর মশাররফ হোসেন,
উৎসর্গ করেন-- নবাব আব্দুল লতিফকে।
///

মুক্তিযুদ্ধভিত্তিক রচনাবলি

উপন্যাসঃ

.১.রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।
২.জাহান্নাম হইতে বিধায়- শওকত ওসমান।
৩.ওংকার- আহমদ ছফা।
৪.হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।
৫.খাঁচায়- রশীদ হায়দার।
.
কবিতাঃ

১.মুক্তিযোদ্ধা- জসীমউদদীন।
২.দগ্ধগ্রাম- জসীমউদদীন।
৩.বন্দী শিবির থেকে- শামসুর রহমান।
৪.পুত্রদের প্রতি- আবুল হোসেন।
৫ প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে- সুফিয়া কামাল।
.
নাটকঃ

১.পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২.বকুলপুরের স্বাধীনতা- মমতাজ উদদীন আহমদ।
৩.নরকে লাল গোলাপ- আলাউদদীন আল আজাদ।
৪.আয়নায় বন্ধুর মুখ- আবদুল্লাহ আল মামুন।
৫.যে অরন্যে আলো নেই-নীলিমা ইব্রাহিম।
-
স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ

১.ক্রতিদাসের হাসি (১৯৬২) - শওকত ওসমান।
২.কিষাণ (১৯৬৯) -ইন্দু সাহা।
৩.রাঙ্গা প্রভাত (১৯৫৭) -আবুল ফজল।
৪.নীড় সন্ধানী (১৯৬৮) - আনোয়ার পাশা।
৫.বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯) - সত্যেন সেন।
.
চলচ্চিত্রঃ

১.ওরা ১১ জন- চাষী নজরুল ইসলাম।
২.গেরিলা-নাসির উদ্দীন ইউসুফ।
৩.লাল সবুজ- শহীদুল ইসলাম।
৪.আমার দেশের মাটি- অনন্ত হীরা।
৫.প্রত্যাবর্তন- মোস্তফা কামাল।
-
প্রামান্য চিত্রঃ

১.দুঃসময়ের বন্ধু- শাহরিয়ার কবির।
২.১৯৭১- তানভীর মোকাম্মেল।
৩.স্টপ জেনোসাইড- জহির রায়হান।
৪.মুক্তির গান- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
৫.লিবারেল ফাইটার্স- আলমগীর কবির।
.
ছোটগল্পঃ

১.একাত্তরের যীশু-শাহরিয়ার কবির।
২.জন্ম যদি তব বঙ্গে- শওকত ওসমান।
৩.নামহীন গোত্রহীন-হাসান আজিজুল হক।
৪.মিলির হাতে স্টেনগান-আখতারুজ্জামান ইলিয়াস।
৫.বীরাঙ্গনার প্রেম-বিপ্রদাস বড়ুয়া।
.
স্মৃতিকথাঃ

১.আমি বিজয় দেখেছি-এম আর আখতার মুকুল।
২.একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম।
৩,একাত্তরের ডায়েরী-সুফিয়া কামাল।
.
প্রবন্ধঃ

১.A search for identity-মেজর মো.আবদুল জলিল
২.The liberation of Bangladesh -মেজর.জেনারেল সুখওয়ান্ত সিং।
৩.একাত্তরে ঢাকা-সেলিনা হোসেন।
৪.আমি বীরাঙ্গনা বলছি-ড.নীলিমা ইব্রাহিম।
-
বিদেশী ভাষার বইঃ

১.The rape of Bangladesh- অ্যান্থনি মাসকারেনহাস।
২.Legacy of Blood -অ্যান্থনি মাসকারেনহাস।
৩.The testimony of sixty;Oxfam
৪.A search for identity;
৫.The liberation of Bangladesh;
.
;//
সম্পাদিত
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad