Type Here to Get Search Results !

Hollywood Movies

করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

করোনা ভাইরাস



১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ ১৯৬০ সালে।

২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?

উত্তরঃ মালেশিয়া।

৩) Corona শব্দটি কোন ধরনের?

উত্তরঃ লাতিন।

৪) করোনা শব্দের অর্থ কি?

উত্তরঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।

৫) সসম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?

উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।

৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?

উত্তরঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।

৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে?

উত্তরঃ সঠিক তথ্য এখনো অজানা

৮) করোনা ভাইরাসের নাম কি?

উত্তরঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।

৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?

উত্তরঃ ৭ টি।

১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?

উত্তরঃ আমেরিকা

১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?

উত্তরঃ (WHO) World health organisation.

১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?

১১ ই মার্চ ২০২০.

#Sabbir_Rahman
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad