কারেন্ট_অ্যাফেয়ার্স_ফেব্রুয়ারি-২০২০
বাংলাদেশ অংশ
১) বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় – ২২ জানু ২০২০
২) বাংলাদেশ বিশ্বে ই পাসপোর্টধারী – ১১৯ তম দেশ
৩) মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার – সব্যসাচী হাজরা
৪) ২০২০ সালের বর্ষ পণ্য – লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
৫) জাতীয় বিমা দিবস – ১ মার্চ
৬) জাতীয় ভোটার দিবস – ২ মার্চ
৭) ২০২০ সালে ওআইসির যুব রাজধানী – ঢাকা
৮) এনবিআর এর নতুন চেয়ারম্যান – আবু হেনা রহমাতুল মুনিম
৯) দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলসেতুর নাম – বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
১০) এই সেতুর দৈর্ঘ্য – ৪.৮০ কি.মি
১১) বাংলাদেশ বেতার ভারতে সম্প্রচার শুরু করে – ১৪ জানু ২০২০
১২) যে দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে – সৌদি আরব
১৩) ২০১৯ সালে গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ – ৮০ তম
১৪) ২০১৯ সালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ – ১৪৬ তম
১৫) ২০২০ সালের ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ারে ভূষিত হন – আ হ ম মোস্তফা কামাল ( বাংলাদেশ)
১৬) ২০১৯ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন – ১০ জন
১৭) মুজিব বর্ষের সময়কাল – ১৭ মার্চ ২০২০ – ২৬ মার্চ ২০২১
১৮) বর্তমানে দেশো স্বাক্ষরতার হার -৭৩.৯%
১৯) বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া সর্বশেষ ২ টি জাহাজের নাম – ওমর ফারুক ও আবু উবাইদাহ
২০) আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র – পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
২১) বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নাম – পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
২২) মুজিব নগর সরকারের কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধোর সংখ্যা – ৬৭০ জন
২৩) বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু হয় – ২০১৪ সালে
২৪) বর্তমানে দেশে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স আছে -২২ টি ব্যাংকের
২৫) মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকাশ করা হয়েছে – ৪ টি স্মারক মুদ্রা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।