অনুপাত বিশ্লষণের সূত্র সমূহঃ
১) চলতি অনুপাত =
চলতি সম্পদ ÷ চলতি দায়।
এখানে, চলতি সম্পদ =
হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব/দেনাদার, প্রাপ্য নোট/ প্রাপ্য বিল, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহীত মনিহারি, শেয়ার অবহার, সল্পমেয়াদী বিনিয়োগ, ইত্যাদি।
এবং চলতি দায় =
ব্যাংকজমাতিরিক্ত, প্রদেয় হিসাব/ পাওনাদার, প্রদেয় নোট/ প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, শেয়ার অধিহার, স্বল্পমেয়াদী ঋৃণ ইত্যাদি।
আদর্শমানঃ ২:১
২) ত্বরিত/তারল্য/ এসিড/ অগ্নি অনুপাত =
ত্বরিত সম্পদ ÷ ত্বরিত দায়
ত্বরিত সম্পদ =
চলতি সম্পদ - সমাপনী মজুদ পণ্য - অগ্রিম খরচ
ত্বরিত দায় =
চলতি দায় - ব্যাংকজমাতিরিক্ত
আদর্শমানঃ ১:১
৩) মোট লাভ অনুপাত =
মোট লাভ ÷ নীট বিক্রয় × ১০০
আদর্শমানঃ২০% থেকে ৩০ %
৪) নীট লাভ অনুপাত =
নীট লাভ ÷ নীট বিক্রয় × ১০০
আদর্শমানঃ ১০% থেকে ২০%
৫)কার্যকারী/ চলতি মূলধন অনুপাত =
চলতি সম্পতি - চলতি দায় ÷ চলতি
দায়
আদর্শমানঃ ১ঃ১
৬) দায় মালিকানা অনুপাত =
বহির্দায় ÷ মালিকানা স্বত্ব
মালিকানা স্বত্ব =
সাধারণ শেয়ার মূলধন + অগ্রাধিকার শেয়ার মূলধন + সাধারণ সঞ্চিতি + লাভ-লোকসান হিসাব উদ্বৃত্ত + নীট লাভ + রক্ষিত আয় + আয়কর সঞ্চিতি ইত্যাদি
বহির্দায় =
চলতি দায় + ঋণপত্র
আদর্শমানঃ ১:২ অথবা, ১:৩
৭)মূলধন গিয়ারিং অনুপাত =
স্থির খরচযুক্ত তহবিল ÷ মালিকানা
স্বত্ব
স্থির খরচযুক্ত তহবিল =
ঋণপত্র + দীর্ঘমেয়াদী ঋণ + অগ্রা ধিকার শেয়ার মূলধন ইত্যাদি।
মালিকানা স্বত্ব৷ =
সাধারণ শেয়ার মূলধন + অগ্রাধিকার শেয়ার মূলধন + সাধারণ সঞ্চিতি + লাভ-লোকসান হিসাব উদ্বৃত্ত + নীট লাভ + রক্ষিত আয় + আয়কর সঞ্চিতি ইত্যাদি
আদর্শমানঃ ১:২।
৮) মজুদ আবর্তন অনুপাত =
বিক্রীত পণ্যের ব্যয় ÷ গড় মজুদ
গড় মজুদ = (প্রাঃ মজুদ +সঃ মজুদ)
÷২
আদর্শমানঃ ৮ বার
৯)বিনিয়োজিত মূলধন আয় অনুপাত/করবাদ নিট লাভ অনুপাত =
(করবাদ নিট লাভ ÷ বিনিয়োজিত
মূলধন)×১০০
এখানে, বিনিয়োজিত মূলধন =
মোট সম্পতি - ভূয়া অবাস্তব
সম্পত্তি - চলতি দায়
আদর্শমানঃ ১০% থেকে ২০%
১০) বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার =
(সুদ ও করপূর্বক নিটলাভ ÷
বিনিয়োজিত মূলধন)×১০০
আদর্শমানঃ ১০% থেকে ২০ %
১১)বিনিয়োজিত মূলধন আবর্তন
অনুপাত =
নিট বিক্রয় ÷ বিনিয়োজিত মূলধন
আদর্শমানঃ ৩ হতে ৪ বার।
১২) দেনাদার/ প্রাপ্য হিসাব আবর্তন
অনুপাত =
নিট ধারে বিক্রয় ÷ প্রাপ্য হিসাব +
প্রাপ্য বিল)।
আদর্শমানঃ ৪ বার।
১৩)পাওনাদার/প্রদেয় হিঃ আবর্তন
অনুপাত =
নিট ধারে ক্রয় ÷ পাওনাদার +
প্রদেয় বিল
আদর্শমানঃ ৬ বার।
বিঃদ্রঃ
১. অনুপাত থাকলে উত্তরে ইস্টু (ঃ)
হয়।
২. আবর্তন থাকলে উত্তরে গুন (×) বা
বার হয়।
৩. মোটের উপর গুনোন ১০০ হলে,
উত্তরে পারছেন্ট (%) হয়।
৪. উপরের কোনটিই না থাকলে উত্তরে
টাকা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।