Type Here to Get Search Results !

Hollywood Movies

মাসিক চলতি ঘটনা (মার্চ) থেকে নেয়া চলতি বাংলাদেশ





মাসিক চলতি ঘটনা (মার্চ) থেকে নেয়া চলতি বাংলাদেশ
নোট - প্রকৌশলী মোঃ বায়েজিদ মোস্তফা
=====================================
✍ The Economic Intelligence Unit (EIU)-এর মতে, বিশ্ব গণতন্ত্র সূচকে বর্তমানে বাংলাদেশের
অবস্থান - ৮০তম (আগে ছিল ৮৮তম)।

✍ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করে - ২২ জানুয়ারি ২০২০।

✍  নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধের বিচারের লক্ষ্যে দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে - ৯৫টি।

✍ বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের বর্তমান (নতুন) হাইকমিশনার - হাজি হারিস বিন ওথমান।

✍ বাংলাদেশের সরকারি ই-কমার্স প্ল্যাটফর্মের নাম - একশপ।

✍ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ কর্মসূচি নিয়ে তৈরি ওয়েবসাইটের নাম - www.mujib100.gov.bd 

✍ যষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ
পরিচালকের পুরস্কার পেয়েছেন - তৌকীর আহমেদ
(চলচ্চিত্র -ফাগুন হাওয়ায়)।

✍ সম্প্রতি যে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে তাদের অফিস চালু করেছে -ওরাকল (২৩ জানুয়ারি ২০২০)।

✍ যে সংস্থাটি প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে - রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

✍ নদীর তলদেশ দিয়ে নির্মিত দেশের প্রথম টানেলের
নাম - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী
টানেল)।

 ✍ সম্প্রতি ঢালুকৃত পল্লী সঞ্চয়ী ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবার নাম -“পল্লী লেনদেন'।

✍ দেশে যে দুটি জেলায় নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে - 
লক্ষ্মীপুর ও বগুড়া।

✍ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান (নবনিযুক্ত) চেয়ারম্যান - সাজ্জাদুল হাসান।

✍ সম্প্রতি যে শহরকে দেশের ব্যয়বহুল শহরের তালিকায় যুক্ত করা হয়েছে - কক্সবাজার।

✍ চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম - মাহবুবউজ-জামান।

✍ বাংলাদেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় মেলা “১৬তম বেসিস সফট এক্সপো-২০২০" অনুষ্ঠিত হয় - ৬-৯ ফেব্রুয়ারি ২০২০।

✍ ৩৪তম জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয় - ২-৩
ফেব্রুয়ারি ২০২০।

✍ বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় -১ ফেব্রুয়ারি ২০২০।
✍ ঢাকার দুই সিটি করপোরেশনের মোট ওয়ার্ডের
সংখ্যা -১২৯টি (ঢাকা উত্তর ৫৪টি ও ঢাকা দক্ষিণ ৭৫টি)।

✍ দেশে প্রথমবারের মতো “জাতীয় নিরাপদ খাদ্য দিবস' পালিত হয় - ২ ফেব্রুয়ারি ২০২০।

✍ প্রথমবারের মতো পালিত হওয়া “জাতীয় নিরাপদ খাদ্য দিবস'-এর প্রতিপাদ্য - “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই'।

✍ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বইমেলা অনুষ্ঠিত হয় - ঢাকা, বাংলাদেশ।

✍ বাংলাদেশের রাষ্ট্রীয় বিমা কোম্পানি “সাধারণ বীমা
করপোরেশন'-এর বর্তমান (নতুন) পরিচালক - ফৌজিয়া হক।

✍ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে বাংলাদেশের ঢাকা
অধিদপ্তর যতটি স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত
নিয়েছে - ১০০টি।

✍ বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম স্থাপন করা হবে - খুলনায়।

✍ বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি গ্রাফিক নোভেল “মুজিব'-এর
যতটি খণ্ড প্রকাশিত হয়েছে - ৭টি (প্রকাশক -রেদোয়ান
মুজিব সিদ্দিকি)।

✍ ব্যাংক আমানতে ৬ শতাংশ সুদহার কার্ধকর হয় - ২
ফেব্রুয়ারি ২০২০ (প্রথম ব্যাংক হিসেবে কার্যকর করে-
মার্কেন্টাইল ব্যাংক, ৯ শতাংশ সুদহার কার্ধকর হবে-১
এপ্রিল ২০২০)।

✍ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূতের
নাম - আবদুস সোবাহান সিকদার।

✍ বর্তমানে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের ভিসা আবেদন করতে হয় যেখান থেকে - দিল্লি (ভারত)।

✍ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরে
দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় - ৩টি।

✍ বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি হচ্ছে  - ১২১টি দেশে।

✍ 'Our Beloved Sheikh Mujib' বইটির রচয়িতা -
কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

✍ ডিজিটাল অর্থনীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থানকে সুসংহত করতে সব ধরনের সহযোগিতা করবে - যুক্তরাজ্য।

✍ তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের
অবস্থান - দ্বিতীয়।

✍ মুজিব বর্ষের লোগো ডিজাইন করেন - সব্যসাটী
হাজরা।

✍ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বাংলাদেশ সরকার ভারতের যতটি শহরে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে - ৬টি (কলকাতা, নয়াদিল্লি, আগরতলা, শিলিগুড়ি, গুয়াহাটি ও শিলং)।

✍ 'বঙ্গবন্ধুর বীরগীাথা' বইটির রচয়িতা - সৈয়দ শামসুল হক।

✍ 'সামাজিক উত্তরণ সৃচক-২০২০'-এ বাংলাদেশের
অবস্থান - ৭৮তম (৮২টি দেশের মধ্যে)।

✍ ৩-১৬ ফেব্রুয়ারি ২০২০ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত
যৌথ সামরিক মহড়ার নাম - সম্প্রীতি-৯।

✍ চতুর্থবারের মতো বাংলা একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছেন - জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

✍ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম - কালি ও কলম (সম্পাদক-আবুল হাসনাত)।

✍ দেশের সবচেয়ে বড় 'Mobile Financial Service (MFS)' সেবাদাতা প্রতিষ্ঠানের নাম - বিকাশ (ব্র্যাক
ব্যাংকের প্রতিষ্ঠান)।

✍ “উপন্যাসে বঙ্গবন্ধু' বইটির রচয়িতা - মিল্টন বিশ্বাস।

✍ “বঙ্গবন্ধুর কারাজীবন' বইটির রচয়িতা - দিব্যদ্যুতি সরকার।

✍ “বঙ্গবন্ধুর সারা জীবন' বইটির রচয়িতা - শাবান মাহমুদ।

✍ সম্প্রতি যে বিদেশি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার
স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - University of Saskatchewan, Canada.

✍ দেশে বর্তমানে কার্যক্রম চলছে এমন সরকারি
বিশ্ববিদ্যালয়ের সংখ্যা - ৪৬টি।

✍ সম্প্রতি যে প্রতিষ্ঠান বাংলাদেশে “ক্লাউড স্টোর' সেবা চালু করেছে - গ্রামীণফোন।

[তথ্যগুলো অনেক সময় নিয়ে টাইপ করেছি। কপি করে নিজ নামে চালিয়ে দেবেন না। এতে পরবর্তী পোস্ট দেয়ার উৎসাহ কমে যায়। তবে পোস্টটি শেয়ার করতে পারেন। গ্রুপ সেটিংস এর কারণে পোস্টটি শেয়ার করতে না পারলে আমার টাইমলাইন থেকে শেয়ার করতে পারবেন।]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad