রিলেশনশিপ আর পার্টনারশিপ মধ্যে একটা বিশাল ফারাক আছে কিছু প্রেম আছে হাই স্কুলের আমেজ, ফুল দেওয়া নেওয়া, মিষ্টি প্রেমের কথা বলা, একে অপরের জন্য সারাক্ষণ অযাচিত স্বপ্ন দেখা, এটাকে আমরা রিলেশনশিপ বলি। এই প্রেমে মানুষ হুদাই কান্দে আর হুদাই কষ্ট পায়, আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন তবে জীবনেও এই প্রেমে পা পিছলিয়ে পড়বেন না। মেয়েটি তার bf কে বলবে বড়জোর, "Can I share a ice-cream with you?" ছেলেটি লুতুপতু হয়ে বলবে, "ও আচ্ছা, কী ফ্লেভার খাবা?" মেয়েটি বলবে বড়জোর, "Movenpick এ চলো।" এই পযর্ন্ত কিন্তু অনেক হইছে, ছেলেটা বেশি প্রেম করলে বলবে, "আচ্ছা, এই হলো রিলেশনশিপ।" এখন আপনি কইতে পারেন how cute কিন্তু সম্পর্ক ভাঙ্গলে ছেলেটি মেয়েটিকে বলবে gold digger .
টাইপ ২ পার্টনারশিপ হলো প্রয়োজন। এখানে আইক্রিমের পিরিতি নাই, ফুল দেওয়া দেয়ি নাই শুধু আছে নিরব প্রয়োজনে একে অপরের পরিপূরক হওয়া। ভীষণ প্রেম ঢাকা পড়ে যায়, কর্তব্য করতে করতে মাঝে মাঝে রাগ হয়ে একে অপরকে বলে তোমার এত চাহিদা কেন? সেইটা ভালোবাসার হোক আর মেটারিয়ার জিনিস হোক! দরকারে একে অপরের পাশে নিরব দাঁড়িয়ে থাকে। উদাহারণে বলা যেতে পারে জীবন বাঁচাতে একজনের কিডনি দরকার অন্যজন বলবে, ও না তার এসে কাছে তোমার কিডনি লাগবে কিনা। সরাসরি ডা. কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, "আচ্ছা, আমারটা আগে ম্যাচ করেন তো ওর জন্য হবে কি না? না হইলে সমস্যা নাই দুনিয়াটা ঘাঁইটা ফেলমু নিয়া আসব কিডনি ওকে কিন্তু মরতে দিমু না!" এটা হলো পার্টনারশিপ। এই ভালোবাসায় হুদা কান্দন থাকে না থাকে world war! এখন চয়েস আপনার আপনি কোন রিলেশনে থাকবেন!
বি.দ্র. তারা সত্যি ভাগ্যবতী যারা টাইপ -২ পার্টনার পায়।
~ মাসুমা ইসলাম নদী
📸 @arnabidaw12
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।