Type Here to Get Search Results !

Hollywood Movies

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তে চাইলে করণীয় - Prepare yourself for DU law Department

🔶ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তে চাইলে করণীয় 🔶

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তে চাইলে করণীয় 
Law Department


পোস্টের শুরুতে একটা জিনিস জানিয়ে নেই,

😇 গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আসন ৯৩ তম তে এসেই শেষ হয়ে গিয়েছিলো৷

🍂 এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে আইন বিভাগের কন্ডিশন হিসেবে বাংলা ও ইংরেজিতে ২১ করে এবং সাধারণ জ্ঞানে ১৮ পেতে হবে।

শর্ত এবং মেরিট পজিশন দেখে অলরেডি বুঝে গেছো ফাঁকিবাজ বা পড়াচোরাদের জন্য আইন বিভাগ না।

আইন বিভাগে পড়তে চাইলে শুধু স্বপ্ন দেখলে হবেনা, সাথে পড়তে ও হবে।

কিছুই বাদ দেওয়া যাবে না৷

যারা লোড নিতে পারবেনা, তাদের এই পোস্ট পড়ার দরকার নেই।

কিন্তু যারা এখনো মনে করছো, না আমি পারবো, তারাই পড়।

1⃣ প্রতি দুইদিনে একদিন বাংলা প্রথম পড়বে । পড়ার সিস্টেম টা হবে..

📌 আগে বাংলা গল্প বা কবিতা গুলো রিডিং পড়বে৷ তারপর শব্দার্থ,পাঠ পরিচিত ও লেখক পরিচিতি পড়বে।

তারপর রাইডার্স থেকে ব্যতিক্রম ইনফরমেশনগুলো পড়বে। সবশেষে তুমি যতটুকু পড়েছো তার কতটুকু ধরে রাখতে পেরেছো তা যাচাইয়ের জন্য অনুশীলন করবে ।

এ ত গেলো এমসিকিউয়ের প্রস্তুতি। পাশাপাশি রিটেনের প্রস্তুতি ও নিয়ে নিতে হবে। প্রতিটি অধ্যায়ের সাথে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবন, শব্দ দিয়ে বাক্য গঠন এগুলো প্রেক্টিস করতে হবে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেট সিলেবাসের আলোকে রচিত একটা রিটেন বই সংগ্রহ করবে। অবশ্য রাইডার্স রিটেন সহায়িকা বাকিগুলো আপডেটেড না৷

2⃣ প্রতিদিনই বাংলা ২য় একটা আইটেম শেষ করতে হবে ৷

প্রথমে ৯ম-১০ম শ্রেণীর ব্যাকরণ বই থেকেই বাংলা ২য় র পুরো প্রস্তুতি টা নিবে৷

তারপর ব্যাকরণ প্রেক্টিসের জন্য এখন কিছু ছোট ছোট বই বের হয়েছে সেগুলো থেকে নিজেকে যাচাই করবে৷ লিজেন্ড বাংলা ব্যাকারণ এমসিকিউ বা এই জাতীয় যেকোনো বই থেকে প্রেক্টিস করতে পারবে।

3⃣ দৈনিক বাংলা ৫ টি করে সমার্থক শব্দ,বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদ খাতায় লিখে মুখস্থ করতাম৷

4⃣ ইংরেজি রিটেনের জন্য প্রতিদিন Text বইয়ের একটা লেসন ৪ বার রিডিং পড়বে ।

সেই Lesson এ থাকা Appropriate Preposition, Group Verb, Idioms & Phrase, Synonym / Antonym খাতায় লিখে নোট করে পড়বে।

রিটেনের জন্য পুরো প্যাসেজটার যেখান থেকে যেখান থেকে শূন্যস্থান আসবে তা মুখস্থ করবে। নিজে নিজে বের করতে সময় ও শ্রম দুইটায় যাবে। তাই পুরো ইংরেজি ১ম বইয়ের বাংলা অর্থসহ শূন্যস্থানের জন্য রাইডার্স রিটেন সহায়িকা বইটি সংগ্রহ কর৷

5⃣ শুধুমাত্র ৮ টা গ্রামার আইটেম প্রেক্টিস করবে । সে হিসেবে প্রতি ১ সপ্তাহ একটা করে গ্রামার আইটেম পড়বে ।

📌 ৮ টা আইটেমে যা যা আছে - Noun, Pronoun, Adjective, Adverb, Right form of verb, Subject Verb agreement, Degree, Conditional Sentence

6⃣ প্রতিদিন ৫ টা করে Synonym - Antonym, Spelling, Translation, Preposition, Vocabulary, Idioms and Phrase পড়বে ৷

📌 চাইলেই একরাতে গ্রামার শেষ করা যায়। কিন্তু মুখস্থ আইটেম শেষ করা গেলেও মনে রাখা যায়না। তাই আমার সবচেয়ে বড় অস্ত্র যা অন্যদের থেকে পার্থক্য করে এগিয়ে দিবে তা হচ্ছে মুখস্থ আইটেম।

7⃣ প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ২ বছরের প্রশ্ন অথবা বিসিএসের ২ বছরের প্রশ্ন পড়বে ।

8⃣ দিনের একটা নির্দিষ্ট সময় রাইডার্স বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটি পড়বে ৷ কারণ এই বইটাতে একটা মজা আছে সবকিছু ছকে যা পড়ার আগ্রহ বাড়ায়।

9⃣ সারাদিন যা পড়বে তা রাতে ঘুমানোর এক ঘন্টা আগে পুরোটা রিভিউ করে ঘুমাবে ।

🔟 দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করবে । সবাই সবার নিজ ধর্ম পালন করবে।

আমি বিশ্বাস করি কেউ যদি এই রুটিন জাস্ট ৫০ দিন ফলো করে তাহলেই আল্লাহ চায় তো সে নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাবে।

এইরকম রুটিন শেয়ার না করে রাখলে পরে খুঁজে পাবে?

আর তোমার রুটিনের সাথে কতটুকু মিলেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না।

© Syed Sakib Alam,
University Of Dhaka
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad