নামঃ
প্রকৃত নামঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ছদ্মনামঃ ভানুসিংহ ঠাকুর
জন্ম পরিচয়ঃ
জন্ম তারিখঃ ৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)।
জন্মস্থানঃ জোড়াসাঁকো, কলকাতা, ভারত
বংশ পরিচয়ঃ
পিতার নামঃ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
মাতার নামঃ সারদা দেবী।
পিতামহের নামঃ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
শিক্ষাজীবনঃ
রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ সমাপ্ত করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে গৃহ শিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনে তাঁর কোনো ত্রুটি হয়নি।
- [message]
- ##check## পেশা/কর্মজীবনঃ
- ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তাঁর পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশুনা করেন। এ সুত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা-সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও ‘বিশ্বভারতী’ নামের বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা।
- ##check## পেশা/কর্মজীবনঃ
- ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তাঁর পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশুনা করেন। এ সুত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা-সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও ‘বিশ্বভারতী’ নামের বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা।
সাহিত্যকর্মঃ
কাব্যগ্রন্থঃ মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষ লেখা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
উপন্যাসঃ চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।
নাটকঃ অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, মুক্তধারা, রক্তকরবী, রাজা প্রভৃতি।
গল্পগ্রন্থঃ গল্পগুচ্ছ, গল্পসল্প, তিনসঙ্গী, লিপিকা, সে, কৈশোরক প্রভৃতি।
প্রবন্ধপ্রন্থঃ বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, কালান্তর, সভ্যতার সংকট ইত্যাদি।
ভ্রমণকাহিনীঃ জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপে প্রবাসীর পত্র প্রভৃতি।
পুরষ্কার ও সম্মাননাঃ
‘গীতাঞ্জলি’ এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্বঅনূদিত Song Offerings গ্রন্থের জন্য প্রথম এশীয় হিসেবে, নোবেল পুরষ্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯১৩), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৩৬), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৪০)।
জীবনাবসানঃ
৭ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।
- [message]
- ##check## রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
- জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি এবং বিশ্বকবি উপাধি ভূষিত। তিনি ‘ভানুসিংহ’ ছদ্মনামেও লিখতেন। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র বাঙালি কবি। কাব্য, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধসহ সাহিত্যের সকল শাখায় তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার। সাহিত্য সাধনায় তিনি বিষয় বৈচিত্রে, উৎকর্ষে, ব্যাপকতায় সারা পৃথিবীর কবি-সাহিত্যিকদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার।
- [message]
- ##check## উল্লেখযোগ্য রচনাবলি:
- সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, গল্পগুচ্ছ, রাজা, ডাকঘর, রক্তকরবী, কালান্তর ইত্যাদি
https://youtu.be/ZCjH6-44tRo
উত্তরমুছুনআমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।