নামঃ
কাজী নজরুল ইসলাম
জন্ম পরিচয়ঃ
জন্ম তারিখঃ ২৫শে মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ (১১ই জ্যৈষ্ট, ১৩০৬ বঙ্গাব্দ)
জন্মস্থানঃ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
পিতৃ ও মাতৃ পরিচয়ঃ
পিতার নামঃ কাজী ফকির আহমেদ
মাতার নামঃ জাহেদা খাতুন।
শিক্ষা জীবনঃ
প্রাথমিক শিক্ষাঃ গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ।
মাধ্যমিকঃ প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণি পর্যন্ত।
- [message]
- ##check## কর্মজীবন/পেশাঃ
- প্রথম জীবনে জীবিকার তাগিদে রুটির দোকানে, মসজিদে ইমামতি, লেটোর দলে যোগদান করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। পরবর্তী সময়ে সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া, গ্রামোফোনে রেকর্ডের ব্যবসা, গান লেখা ও সুরারোপসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তাঁর জীবন পূর্ণ ছিল। এ জীবনসংগ্রামের সঙ্গে ছিল তাঁর সাহিত্য সাধনা। মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তিনি নির্বাক হয়ে যান।
- ##check## কর্মজীবন/পেশাঃ
- প্রথম জীবনে জীবিকার তাগিদে রুটির দোকানে, মসজিদে ইমামতি, লেটোর দলে যোগদান করেন। ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। পরবর্তী সময়ে সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া, গ্রামোফোনে রেকর্ডের ব্যবসা, গান লেখা ও সুরারোপসহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তাঁর জীবন পূর্ণ ছিল। এ জীবনসংগ্রামের সঙ্গে ছিল তাঁর সাহিত্য সাধনা। মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তিনি নির্বাক হয়ে যান।
সাহিত্যকর্মঃ
কাব্যগ্রন্থঃ অগ্নিবীণা, বিষের বাঁশী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক।
উপন্যাসঃ বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
গল্পগ্রন্থঃ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশা।
নাটকঃ ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।
প্রবন্ধগ্রন্থঃ যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধুমকেতু।
গানের সংকলনঃ বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা ইত্যাদি।
সম্পাদিত পত্রিকাঃ ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
এ সম্পর্কে আরো পড়ুন
- কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
- কবি পরিচিতি এইচএসসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পুরষ্কার/সম্মাননাঃ
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ, ভারত সরকার কর্তৃক প্রদত্ত ‘পদ্মভূষণ’ উপাধি লাভ। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পৃথকভাবে কবিকে ডি-লিট ডিগ্রি প্রদান। তাছাড়া ১৯৭৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ‘একুশে পদক’ প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন।
জীবনাবসানঃ
মৃত্যু তারিখঃ ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দ, ঢাকায়।
সমাধিস্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ।
- [message]
- ##check## কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
- জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তিনি বাংলাদেশের জাতীয় কবি। 'বিদ্রোহী কবি' হিসেবেও তিনি সমধিক পরিচিত। তিনি তাঁর সাহিত্য রচনায় সাধারণ মানুষের অভাব-অভিযােগ, অধিকার আদায় ও শাসকশ্রেণির শােষণ-নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। তাঁর কবিতার মূল উপজীব্যই ছিল সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা।
- [message]
- ##check## উল্লেখযোগ্য রচনাবলিঃ
- অগ্নিবীণা, বিষের বাঁশী, ধূমকেতু, সর্বহারা, সাম্যবাদী, চক্রবাক, যুগবাণী, রাজবন্দীর, জবানবন্দী, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, ব্যথার দান, রিক্তের বেদন ইত্যাদি।
ধন্যবাদ
উত্তরমুছুন😍😍
মুছুনআমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।