Type Here to Get Search Results !

Hollywood Movies

বাংলাদেশ পুলিশে যোগদান করার পদ্ধতি ও পদমর্যাদা

বাংলাদেশ পুলিশে যোগদান করার পদ্ধতি তিনটি। যথাক্রমে:


১) বিসিএস পুলিশ : এটি বাংলাদেশ সিভিল সার্ভিস এর অন্তর্ভুক্ত। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের(পিএসসি) আন্ডারে তিনটি কঠোর ধাপ(পরীক্ষা) অতিক্রম করে প্রার্থীগণ সার্ভিসে যোগদানের সুযোগ লাভ করেন। প্রাথমিক ভাবে মাঠ পর্যায়ে এএসপি হিসেবে যোগদান করে , সবোর্চ্চ পুলিশ প্রধান (আইজিপি) হবার সুযোগ রয়েছে শুধুমাত্র বিসিএস পুলিশ ক্যাডারের। তাঁরা সরাসরি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড কর্মকর্তা।


২) দ্বিতীয়: এরা সাব-ইন্সপেক্টর(SI) হিসেবে সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে ইন্সপেক্টর/ওসি(অফিসার ইনচার্জ) হিসাবে প্রোমোশন পেয়ে থাকেন।
ট্রাফিক পুলিশ এর ক্ষেত্রে সার্জেন্ট হিসেবে সার্ভিসে যোগদান করেন।


৩) তৃতীয়: সৈনিক/কনস্টেবল/হাবিলদার হিসেবে সার্ভিসে যোগদান করেন। এএসআই (ASI) থেকে শুরু করে যোগ্যতা অনুযায়ী উন্নতি সাধন এর সু্যোগ রয়েছে।







বাংলাদেশ পুলিশের পদমর্যাদা: 

১/ মহা পুলিশ পরিদর্শক(IGP)
২/ অতিঃ মহা পুলিশ পরিদর্শক(Add.IGP)
৩/ উপ মহা পুলিশ পরিদর্শক(DIG)
৪/ অতিঃ উপ মহা পুলিশ পরিদর্শক(Add.DIG)
৫/ পুলিশ সুপার(SP)
৬/ অতিঃ পুলিশ সুপার(Add. SP)
৭/সিনিয়র সহঃ পুলিশ সুপার(Senior ASP)
৮/ সহঃ পুলিশ সুপার(ASP)
৯/ পরিদর্শক
১০/ উপ-পরিদর্শক(SI)/ সার্জেন্ট
১১/ সহঃ উপ-পরিদর্শক(Asi)
১২/নায়েক
১৩/ কনস্টবল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad