শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য থাকছে শেয়ার ইস্যুর উপর আলোচনা।
শুরুতেই জেনে নাও শেয়ার কাকে বলে?
যৌথ মূলধনী কোম্পানীর মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানীর মোট মূলধনকে কতগুলো সমমূল্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। আর এই প্রত্যেকটি ভাগই হল এক একটি শেয়ার।
মনে রাখবে, শুধু মাত্র পাবলিক লিঃ কোম্পানী তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য বাজারে (শেয়ার বাজারের মাধ্যমে) শেয়ার বিক্রয় করতে পারে।
শেয়ারের টাকা ৩ ভাবে আদায় করা যায় ১) সমহারে ২) অবহারে ৩) অধিহারে
১) সমহারে : কোম্পানী যখন তার শেয়ার লিখিত মূল্যে বিক্রয়ের উদ্দ্যেশে প্রচার করে তখন তাকে সমহারে শেয়ার ইস্যু করা বলে। যেমন ১০ টাকা মূল্যের শেয়ার ১০ টাকায় বিক্রি করা হলে।
২) অবহার : কোম্পানী যখন তার শেয়ার লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয়ের উদ্দ্যেশে প্রচার করে তখন তাকে অবহারে শেয়ার ইস্যু বলে। যেমন ১০ টাকা মূল্যের শেয়ার ৯ টাকায় বিক্রি করা হলে।
৩) অধিহার : কোম্পানী যখন তার শেয়ার লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দ্যেশে প্রচার করে তখন তাকে অধিহারে শেয়ার ইস্যু বলে। যেমন ১০ টাকা মূল্যের শেয়ার ১১টাকায় বিক্রি করা হলে।
শেয়ার ইস্যুতে অংকের ৩ টা অংশ থাকেঃ ১) জাবেদা দাখিলা ২) প্রয়োজনীয় খতিয়ান ৩) আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরন।
1st Comment - ১ম কমেন্ট
উত্তরমুছুনআমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।