Type Here to Get Search Results !

Hollywood Movies

পুস্তক মূল্য কি? পুস্তকমূল্য কি বিক্রয় মূল্য?


পুস্তক মূল্য


পুস্তক মূল্য কি? পুস্তকমূল্য কি বিক্রয় মূল্য? পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করা হয়?


উত্তরঃ কোন সম্পত্তি ক্রয়ের পর থেকে শুরু করে সকল অবচয়ের সমষ্টিকে পুঞ্জিভূত অবচয় বলে। 
সম্পত্তির মোট মূল্য থেকে পুঞ্জিভূত অবচয় বাদ দেওয়ার পর সম্পত্তির যে মূল্য অবশিষ্ট থাকে তাকে পুস্তক মূল্য/বহিমূল্য/বই মূল্য/Book Value বলে।

উদাহরণঃ মনে করুন আপনি ২০১০ সালের শুরুতে একটি যন্ত্র কিনেছিলেন ১০,০০০/= টাকায়। প্রতি বছরের অবচয় হার ১০% বা ১,০০০/= টাকা। 
তাহলে ২০১০ সালের শুরু থেকে ২০১৫ সালের শেষ পর্যন্ত মোট অবচয় বা পুঞ্জিভূত অবচয় হবে ৬,০০০/= টাকা (৬ বছরের অবচয়)।
 সুতরাং, ২০১৫ সালের শেষে যন্ত্রটির বইমূল্য হবে ১০,০০০-৬,০০০= ৪,০০০/= টাকা। 
যদি এই যন্ত্রটি ২০১৫ সালের শেষে ৫০০০/= টাকায় বিক্রি করেন তাহলে লাভ হবে (৫০০০-৪০০০)=১,০০০/= টাকা

এখানে যন্ত্রটির ক্রয় মূল্য = ১০,০০০/=,
পুঞ্জিভুত অবচয়= ৬০০০/=,
অবচয়ের হার= ১০%,
বহিমূল্য=৪,০০০/=,
বিক্রয় মূল্য= ৫,০০০/=,
বিক্রয় জনিত লাভ= ১,০০০/=

তাহলে খুব সহজে বলা যায় পুস্তক মূল্য বিক্রয় মূল্য নয়।


Md Tareq Aziz
Class XI (2019)
Cox's Bazar Government College      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad