আলবার্ট আইনস্টাইনের আই কিউ ছিল আনুমানিক১৬০, আইজ্যাক নিউটনের ১৯০ এবং মার্ক জাকারবার্গের আইকিউ ১৫২। এরা বর্তমান পৃথিবীর অন্যতম প্রতিভাবান ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু পৃথিবীতে এমন একজন ছিলেন যার আইকিউ ছিল ২০০-এরও উপরে। নাম তার উইলিয়াম জেমস সিডিস। যিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। জন্ম থেকেই তিনি ছিলেন আশ্চর্য প্রতিভার অধিকারী, গণিতশাস্ত্রে তুখোড় পারদর্শী হওয়া ছাড়াও ছিলেন বহুভাষী এবং লেখক।
১৮৯৮ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন উইলিয়াম। তার পিতামাতা উভয়ই ছিলেন বেশ মেধাবী। পিতা বরিস সিডিস ছিলেন সে সময়ের সেরা একজন মনোবিজ্ঞানী, তিনি হার্ভার্ড থেকে ৪ টি ডিগ্রি অর্জন করেছিলেন। মাত্র দেড় বছর বয়সে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা সাবলীলভাবে পড়তে পারতেন।
উইলিয়ামের পিতা ছিলেন একজন বহুভাষী, তার এই গুনটি তিনি তার সন্তানকেও দিতে চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ৬ বছর বয়সে তিনি ৮টি ভাষায় কথা বলতে শিখে যান। যার মাঝে ছিল ফ্রেঞ্চ, জার্মান, রুশ, হিব্রু, তুর্কি ও আর্মেনিয়ান। এত ভাষাতেও যেন তার মন ভরেনি, তিনি এরপর তার নিজের ভাষা তৈরি করেন। যার নাম ছিলো ‘ভেন্ডারগুড’।
মেধা সম্পর্কে তার বাবা সবসময় সজাগ ছিলেন। এরই প্রেক্ষিতে তিনি ৯ বছর বয়সী উইলিয়ামকে হার্ভার্ডে ভর্তি করার জন্য নিয়ে যান, কিন্তু বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি করতে অসম্মতি প্রকাশ করে। ২ বছর পর ১৯০৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তাকে গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উইলিয়াম সবচেয়ে কনিষ্ঠ ছাত্র হিসেবে ক্লাস শুরু করে।
এরপর ১৯১০ সালে তার গণিতের জ্ঞান এতটাই শীর্ষে পৌঁছে যায় যে, ক্লাসের পরিবর্তে তিনি তার অধ্যাপকদের লেকচার দেওয়া শুরু করেছিলেন। ১৯১৪ সালে তিনি তার স্নাতক সম্পন্ন করেন, তখন তার বয়স ছিল ১৬।
উইলিয়াম সিডিসের আইকিউ নিয়ে কয়েক বছর ধরে অনেক জল্পনা-কল্পনা চলে। সময়ের স্রোতে তার আইকিউ পরীক্ষার রেকর্ডও হারিয়ে যায়, যার ফলে আধুনিক ইতিহাসবিদদের অনুমানের পথে হাঁটতে হয়েছে।
১০০ আইকিউকে মাঝামাঝি বলে বিবেচনা করা হয় এবং ৭০ এর নিচে প্রায়শই নিম্নমান ধরা হয়। ১৩০ এর উপর যেকোনো স্কোরকে সৃষ্টিকর্তা প্রদত্ত কিংবা অতি উন্নত হিসেবে বিবেচনা করা হয়। কিছু ঐতিহাসিক আইকিউ পুনরায় বিশ্লেষণ করা হয়েছে যেমন আলবার্ট আইনস্টাইনের ১৬০, লিওনার্দো দা ভিঞ্চির ১৮০ এবং আইজ্যাক নিউটনের ১৯০। উইলিয়াম জেমস সিডিসের আইকিউ ২৫০ থেকে ৩০০ এর মধ্যে বলে ধারণা করেন ইতিহাসবিদরা।
#সংগ্রহীত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।