জেনে রাখা ভালঃ
১) IEDCR- পূর্ণরুপ কী?
- Institute of Epidemiology, Diseases Control and Research.
২) IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭৬ সালে।
- মহাখালী, ঢাকা।
৪) IEDCR এর বর্তমান পরিচালক কে?
- প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
৫) PPE এর পূর্নরুপ কি?
- Personal protective Equipment.
Covid 19
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
- ডিসেম্বর ২০১৯ এ চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
- ১১ মার্চ, ২০২০।
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
- SARS-COV-2
বাংলাদেশ ও কোভিড ১৯
৯) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
- ৮ মার্চ, ২০২০
১০) কোভিড-১৯ রোগে অাক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
- ১৮ মার্চ ২০২০
Spelling Synonym: important words
- Quarantine,
- Isolation
Plz Stay home 🙏🙂
Collected...
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।