ইংরেজি সাহিত্যের লেখক- ১
আজকের লেখকঃ William Shakespeare-
*****William Shakespeare*****
#জন্মঃ ২৬শে এপ্রিল, ১৫৬৪ (ব্যাপ্টিজমের তারিখ, জন্মতারিখ অজ্ঞাত)
#মৃত্যুঃ ২৩শে এপ্রিল, ১৬১৬ (৫২ বছর) স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভন,ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড।
#জন্মস্থানঃ Stratford-upon-Avon,Warwickshire, West Midlands, England.
#তাকে ডাকা হতোঃ Bard of Avon
#তার সাহিত্য কর্মঃ-37 plays, 154 sonnets and 3 narrative poems.
#নাটকগুলোর মধ্যেঃ কমেডি ১৬টি, ট্রাজেডি ৭টি, ঐতিহাসিক ১৪ টি।
#তার বিখ্যাত ট্রাজেডিগুলো হলোঃ
★Hamlet
★Othello
★Macbeth
★King Lear
★Romeo and Juliet
★Troilus and Cressida
★Titus Andronicus
#তার বিখ্যাত কমেডিগুলো হলোঃ
★The Tempest
★As You Like It
★Twelfth Night
★All’s Well that Ends Well
★Love’s Labour’s Lost
★The Merchant of Venice
★The Comedy of Errors
★Much Ado about Nothing
★A Mid Summer Night’s Dream
★Merry Wives of Windsor
★Two Gentlemen of Vere
#বিখ্যাত ঐতিহাসিক নাটকগুলো হলোঃ
★Julius Caeser
★Antony and Cleopatra
★Cariolanus
★King John
★Henry VII
★Henry V
★Richard II
★Richard III
#তাঁর ৩টি Narrative(আখ্যান) কবিতা হলোঃ
★The Rape of Lucretia
★The Passionate Pilgrim
★Venus and Adonis
#তাঁর বিখ্যাত সনটগুলো হলোঃ
★Sonnet-18
★The Phoenix and the Turtle
★A Lover’s Complaint.
#অন্যান্য তথ্যঃ
★ তাঁর সময়ে ইংল্যান্ডের রানী ছিলেন প্রথম এলিজাবেথ।
★ তিনি নাট্যাকার হিসেবে সুপরিচিত।
★ ষোড়শ শতাব্দীতে তিনি ছিলেন বিখ্যাত নাট্যকার।
★ তার রোমান্টিক নাটক tempest.
★তার The comedy of errors - অনুসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন 'ভ্রান্তি বিলাস'।
★ Marchant of Venice এ প্রধান দুইটি চরিত্র হলো Sjyloct and Antonio।
★তাঁর দাম্পত্যসঙ্গী--অ্যানি হ্যাথওয়ে (বি১৫৮২–১৬১৬)
★ তাঁর সন্তান -সুসান হল,হ্যামনেট শেকসপিয়র,জুডিথ কুইনি
★তাঁকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অফ অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে।
★ মাত্র আঠারো বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেন।
#Quotation from Shakespeare:
★ Frailty, the name is woman! - Hamlet
★ But love is blind, and lovers cannot see. - The Marchant of Venice.
★ Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.- Julius Caser
★To be or not to be that is the question - Hamlet
★ Fair is foul and foul is fair. - Macbeth
★ All the perfumes of Arabia will not swweeten this little hand. - Macbeth
★ Whole world is the stage and every man & women is actor & Actress in this stage.- As you like it
★ I will die and never I will return. - Tempest.
★ One step forward and two steps backward. - Hamlet
//
সৌজন্য:গোলাম মোর্শেদ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।